Author Topic: How to change recycle name?  (Read 2255 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
How to change recycle name?
« on: January 18, 2012, 07:30:25 AM »
তাহলে প্রথমে Start—Run এ যান এবং লিখুন “Regedit” এবং এন্টার বোতামে চাপ দিন। সাথে সাথে চলে আসবে Registry Editor নামে একটি প্রোগ্রাম। যদিও পোগ্রামের নামটির শেষে Editor লিখাটি যুক্ত আছে কিন্তু আমার মতে একে না বুঝে Edit না করাই উত্তম। তবে এর সাহায্যে আপনি অনেক মজার কাজ করতে পারেন। উদাহরণ শুনবেন, আপনি এর সাহায্যে আপনার কম্পিউটারের প্রসেসর এর নাম আপনার নামে করে দিতে পারেন। খুব হাসি পাচ্ছে তাই না, আবার মনে করছেন কী সব আজে বাজে কথা বলছি। না আসলে আপনি যেকোন জিনিসের নাম ও কাজের ধরণ পরিবর্তন করতে পারবেন এর সাহায্যে। আমি আজকে কোন কাজের ধরণ পরিবর্তন করিয়ে দিচ্ছি না এটা আপনাদেরি করতে হবে। কেননা অনেক কাজি করা যায় কোনটা রেখে কোনটা বলব তা বুঝতে পারছি না। তারপরও একটা উদাহরণ না দিলেই নয়। তবে উদাহরণটার প্রয়োগ সবাই করতে পারবেন না। শুধুমাত্র যারা উইন্ডোজ এক্সপি ব্যাবহার করেন তাদের ক্ষেত্রেই এই উদাহরণটি প্রযোজ্য। আপনি কী লক্ষ করে দেখেছেন কিছু কিছু ফাইল বা ফোল্ডার আছে যার নাম পরিবর্তন করা যায় না। এই ধরণের ফোল্ডারের মধ্যে Recycle Bin হল একটি। আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু সাধারণ নিয়মে যে পারবেন না এই কথা নিশ্চিত। কিন্তু এই কাজটি আপনি Registry Editor এ গিয়ে সহজেই করতে পারেন। এর জন্য প্রথমে Registry Editor চালু করুন উপরিউক্ত নিয়মে। এবং My Computer\HEKY_USERS\S-1-5-21-117609710-630328440-839522115-500\software\microsoft\windows\shellnoroam\muicache\এই এড্রেসে যান। এবং @c:\windows\system32\shell32.dd,-8964 এই নামের উপর ডাবল ক্লিক করুন এবং ঐ স্থানে আপনার কাঙ্কিত নামটি বসিয়ে দিন। শেষ, কাজ শেষ। এবার এই প্রোগ্রামটি বন্ধ করে Desktop এ যান এবং দেখুন আপনার Recycle Bin এর নাম পরিবর্তন হয়ে গেছে। ভাবছেন এই সবগুলো আমার মুখস্থ। না এর কিছু আমার মুখস্থ না, আর আমার দ্বারা এত বড় এড্রেস মুকস্থ করা সম্ভব না। তাহলে এখানে এই এড্রেস দিলাম কিভাবে এর জন্য আমি সার্চ দিয়েছি Recycle Bin লিখে, প্রথম একটা ফলাফল আসল, নাম পরিবর্তন করলাম কিন্তু কাজ হল না তারপর আবার ঐ ফলাফলটি আগের নামে পরিবর্তন করে দিলাম পরে আবার সার্চ দিলাম আর একটি আসল, এভাবে করতে তাকলাম কিছুক্ষণ পরে কাঙ্কিত ফলাফলটি আসল মানে ফলাফল এর নাম পরিবর্তনের মাধম্যে Recycle Bin এর নামও পরিবর্তন হল। আমি সব কাজের জন্য এই নিয়মি অবলম্বন করি। জানি না আপনাদের তা পছন্দ হবে কি না। আজ এই বিষয়ে আর কথা বাড়াব না। হ্যা শুধু একটা কথা বলে রাখি কম্পিউটারে যাই দেখুন না কেন সার্চ দেন ফলাফল পাবেন এবং এর মান পরিবর্তনও করতে পারবেন তবে না বুঝে কখনই করবেন না এর ফলে হিতে বীপরিত হতে পারে। এই বিষয়ে বুঝতে সমস্যা হলে এই লিংকে যেতে পারেন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection