আজ আমি আপনাদের কাছে এমন একটি লিনাক্স এর কথা বলতে এসেছি ্যা কোন অংশে উইন্ডোজ এক্সপি থেকে কম নয়। এতে ওয়াইন ইন্সটাল্ করা আছে ্যার ফলে আপনি যে কোন exe ফাইল রুন করাতে পারবেন। এতে অনেক কোডেক আগে থেকে দেয়া আছে যার ফলে এতে সব ধরনের vedio ও audio প্লে করতে পারবেন।
(http://www.ithov.com/uploads/allimg/110903/1_0Z30TJJa3.jpg)
ঊবুন্তু এর customized ভার্সন ZORIN OS. এক্সপি দিএ জা করা যায় Zorin দিএও তাই করা যায় অতি সহজে।
যদি কেও এই অসাধারন os টি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন (http://zorin-os.com/free.html)
ধন্যবাদ।