News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

CSS Tutorials (The initial concept and simple in a project)

Started by bbasujon, January 11, 2012, 06:59:13 AM

Previous topic - Next topic

bbasujon

CSS টিউটরিয়াল (প্রাথমিক ধারণা ও সহজ একটি প্রজেক্ট)

CSS কি এবং কেন?

    সিএসএস বলতে বুঝায় Cascading Style Sheets
    HTML কোড গুলো কিভাবে (ডিজাইনে) প্রকাশিত হবে তাই প্রকাশ করে
    HTML এর সাথে CSS কোড যুক্ত হয়ে প্রকাশিত হয়।
    CSS এর কোড গুলো আলাদাভাবে আলাদা ফাইলেও রাখা যায় যা HTML এ কল করে সংযুক্ত করা যায়।
    CSS এর মাধ্যমে কোড লিখতে সবচেয়ে বড় যে সুবিধা পাওয়া যায় তা হলো বার বার একই কোড লিখতে হয় না।

দেখুন ছোট একটি সিএসএস ও HTML প্রজেক্ট

<html>
<head>
<style type="text/css">
body
{
background-color:#d0e4fe;
}
h1
{
color:orange;
text-align:center;
}
p
{
font-family:"Times New Roman";
font-size:20px;
}
</style>
</head>
<body>
<h1>CSS example!</h1>
<p>This is a paragraph.</p>
</body>
</html>
আউটপুট

এখানে লক্ষনীয় যে, হেড ট্যাগের মধ্যে <style type="text/css"> .... </style> এ সি এস এস কোড গুলো লিখতে হয়।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection