কিভাবে সফটয়ার ছাড়াই ফোল্ডার লক করা যায়..

Started by bbasujon, October 07, 2012, 08:20:08 PM

Previous topic - Next topic

bbasujon

মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Document  এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\Document
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad
নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren Document Document.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি-
ren Document.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Document
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection