News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

Use the same operating system across multiple office package?

Started by bbasujon, January 16, 2012, 10:23:37 AM

Previous topic - Next topic

bbasujon

আমি এখানে অফিস ২০০৩ এবং ২০০৭ ব্যবহার করেছি।

১. প্রথমে সাধারন নিয়মে যেভাবে সিঙ্গেল অফিস প্যাকেজ ইন্সটল করেন তা করে ফেলুন ম্যানুয়ালি।
২. তারপর অফিস ২০০৭ এর সিডি/ডিভিডি ইনসার্ট করে রান করুন।
৩. সিরিয়াল কী দিয়ে নেক্ট করুন এবং সব এ্যাপ্লিকেশন গুলো ইন্সটল করবেন কিনা তা নিশ্চিত করে নেক্ট করুন।
৪. তারপর নিচের মত পেজটি আসবে, এমনটি অফিস ২০১০ এর ক্ষেত্রেও আসবে। যাহোক, পেজটি আসলেই নিচের চিত্রে দেখানোর মত Keep all previous version রেডিও বাটনটি সিলেক্ট করে দিন। তারপর Install Now এ ক্লিক কুরন। :)


৫. ব্যাস ! আপনার কাজ শেষ!

এবার কিছু কথা না বললেই নয়। আপনি আপনার সুবিধার্তে মাল্টিপল প্যাকেজ ব্যবহার করবেন তবে, আপনি যখন অফিস ২০০৩ থেকে অফিস ২০০৭ এ আসবেন তখন আপনার পিসি স্বয়ংক্রিয় ভাবে অফিস মুডকে কানভার্স করবে। ব্যাপারটি এমন যে, যখন অফিস ২০০৩ এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং এক্সিস ব্যবহার করবেন তখন এটি ২০০৩ মুড এ কাজ করবে। আবার যখন ২০০৭ এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং এক্সিস ব্যবহার করবেন তখন ২০০৭ মুড এ কাজ করবে। ২০০৭ মুডে কাজ করতে করতে যখন ২০০৩ এ যাবেন তখন ২/৩ সেকেন্ডেই কানভার্ট হবে যেটি হয়তো আপনি বুঝতেও পারবেন না। তবে যখন ২০০৩ থেকে ২০০৭ এ যাবেন তখ ৮-১০ সেকেন্ড সময় নিবে
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection