News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

RAM এর গতি বাড়ানোর একটি সহজ কৌশল

Started by bbasujon, January 18, 2012, 07:47:13 AM

Previous topic - Next topic

bbasujon

RAM এর গতি বাড়ানোর একটি সহজ কৌশল
আজকে আপনাদের দেখাবো ram এর গতি বাড়ানোর ছোট্ট একটি টিপস।এটি হয়তো অনেকেই জেনে থাকবেন।তবে যারা জানেন না তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া সবাই নিশ্চই জানেন যে Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়ে। এই কাজটি মাঝেমধ্যে করলে আপনার কম্পিউটার গতিশীল থাকবে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection