News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

Free SMS from Gmail chatting with

Started by bbasujon, January 14, 2012, 07:15:04 AM

Previous topic - Next topic

bbasujon

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সাথে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিং এর মত এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোন সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না।
এজন্য জিমেইলে লগইন করে Chat and SMS থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই সেই ঠিকানার উপরে ক্লিক করলে চ্যাটিং অপশন আসবে। এবার Actions এ ক্লিক করে Send text (SMS) এ ক্লিক করে ম্যাসেজ লিখে এন্টার করলেই হবে। যদি মোবাইল নম্বর যুক্ত করা না থাকে তাহলে Send text (SMS) এ ক্লিক করলে মোবাইল নম্বর যুক্ত করার অপশন আসবে, সেখানে মোবাইল নম্বরটি যুক্ত করে Save বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরটি যুক্ত হবে। চাইলে একাধিক মোবাইল নম্বর যুক্ত করা যাবে।
প্রতিটি ইমেলের সাথে প্রাথমিকভাবে ৫০ ক্রেডিট থাকবে যার দ্বারা ৫০টি এসএমএস পাঠানো যাবে। ক্রেডিট ফুরিয়ে গেলে পরবর্তি ২৪ ঘন্টার মধ্যে সয়ংক্রিয়ভাবে ক্রেডিট যুক্ত হয়ে যাবে। তবে কেউ যদি আপনার এসএসএম এর উত্তর মোবাইল থেকে দিয়ে থাকে তাহলে আপনার ৫ক্রেডিট যুক্ত হবে যা সর্বোচ্চ ৫০।
ক্রেডিট লিমিট সংক্রান্ত তথ্য পাবেন এখানে http://goo.gl/eEDkG থেকে। আর কোন কোন মোবাইল অপারেটর সমর্থন করে তার লিষ্ট পাওয়া যাবে http://goo.gl/el5qo থেকে। বর্তমানে বাংলাদেশের সিটিসেল মোবাইল অপারেটির এই সেবাটি সমর্থন করে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection