Computer Tips and Tricks > Computer Tips & Tricks

কম্পিউটার রিস্টার্ট কেন হয় ?

(1/1)

bbasujon:
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
* যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
*RAM সমস্যার কারণে এটি হতে পারে।
* ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
* উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
* পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
* বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
* সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।

Navigation

[0] Message Index

Go to full version