News:

SMF - Just Installed!

Main Menu

USB to install Windows Vista / 7

Started by bbasujon, January 14, 2012, 03:30:21 PM

Previous topic - Next topic

bbasujon

অনেকেই জানেন, পেনড্রাইভ (বা যেকোন ইউএসবি এক্সটার্নাল ড্রাইভ) বুটেবল উইন্ডোজ ইনস্টলার হিসেবে ব্যবহার করা যায়।
ইউএসবি থেকে ইনস্টল করতে খুব কম সময় লাগে। যেমন, আমার ল্যাপীতে ডিভিডি থেকে ৭ ইনস্টল করতে প্রায় ৪০ মিনিট লাগে, কিন্তু ইউএসবি থেকে মাত্র ১৫-২০ মিনিটেই হয়ে যায়!

সিদ্দিকা কবীর'স রান্না খাদ্য ভিস্তা (উইন্ডোজ এডিশন)

উপকরণ
১। একটি পেনড্রাইভ :rolleyes: মিনিমাম ৪ গিগা ক্যাপাসিটি লাগবে
২। উইন্ডোজ ভিস্তা/৭-এর "ঝেনুইন" ডিভিডি - হায়রে বাংগালী ;)

পদ্ধতি
১। প্রথমেই পেনড্রাইভটি ঝেড়ে মুছে সকেটে লাগান।

২। স্টার্ট মেনুর সার্চ বক্সে cmd লিখে Ctrl+ Shift+ Enter মারুন, অথবা Start menu > All programs > Accessories তে গিয়ে Command Prompt-এ রাইট ক্লিক করে "Run as administrator" করুন

৩। ইউএসবি বুটিং করার আগে ইউএসবি ড্রাইভের ডিস্ক নম্বর জানতে হবে। এজন্য diskpart কমান্ড দিয়ে diskpart প্রোগ্রামে ঢুকুন। এবার LIST DISK কমান্ড দিন - এখানে খুজে দেখুন আপনার পেনড্রাইভটির ডিস্ক নাম্বার কত। ধরে নিচ্ছি ইউএসবি আছে Disk 1-এ।

৪। এখন নীচের কমান্ডগুলো একটার পর একটা দিতে থাকুন:

কোড: সব গুলো নির্বাচন করুন
    SELECT DISK 1
    CLEAN
    CREATE PARTITION PRIMARY
    SELECT PARTITION 1
    ACTIVE
    FORMAT FS=NTFS
    ASSIGN
    EXIT


উপরের কমান্ডগুলো DISK 1-এর জন্য, আপনার ইউএসবি অন্য কোন ডিস্কে থাকলে সেই অনুসারে বদলান। আমরা এখানে NTFS পার্টিশন তৈরী করছি, আপনি চাইলে format fs=fat32 কমান্ড দিয়ে fat32 পার্টিশনও বানাতে পারেন।

৫। এবার ৭/ভিস্তার ডিভিডি ঢোকান। ধরি আপনার ডিভিডি ড্রাইভ D:।

কোড: সব গুলো নির্বাচন করুন
    D:
    CD BOOT


অর্থাৎ আমরা উইন্ডোজ ইনস্টলার ডিভিডির BOOT নামক ফোল্ডারে ঢুকলাম, এখানে BOOTSECT.EXE নামে একটি প্রোগ্রাম পাবেন।
এবার...

কোড: সব গুলো নির্বাচন করুন
    BOOTSECT.EXE /NT60 E:


* এখানে ধরে নিচ্ছি আমাদের পেনড্রাইভটি হলো E: ড্রাইভ।

৬। এবার উইন্ডোজের ডিভিডি থেকে সব ফাইল পেনড্রাইভের নতুন পার্টিশনে কপি করুন।
যেসব উইন্ডোজ ব্যবহারকারী ভাইবোনদের কমান্ড লাইন দেখলে জ্বর ওঠে না ;), তাঁরা এক কমান্ডেই কাজ সারতে পারেন:

কোড: সব গুলো নির্বাচন করুন
    xcopy d:\*.* /s /e /f e:\



৭। এবার রি-বুট করুন এবং খেল দেখুন! (y)
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection