News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

Ubuntu তে theme install করার পদ্ধতি

Started by bbasujon, January 14, 2012, 09:07:05 PM

Previous topic - Next topic

bbasujon

রথমেই বলে রাখি আমি Ubuntu 11.04 use করি, তাই বানানে ভুল হতে পারে

কথা কম কাজ বেশি । তাই কাজের কথায় আশি------

Ubuntuতে themes install করার ২-টা নিয়ম আছে।
প্রথম নিয়ম

    ১। Desktop এর ফাকা জায়গায় right click করে change desktop background এ click করি।
    ২। Install এ click করি।





৩. Select Themes & click open


২য় নিয়ম

Home Folder open করি।

press Ctrl+H.

".themes" folder টা খুজে বের করে open করি।

এবার য়ে themeটা setup দিতে চান সেটা একটা folder create করে টা ভিতরে extract করি।

তাহলে themeটা install হবে।

লিনাক্স নিয়ে আমাদের বেশি বেশি লেখা উচিৎ কেননা যখন লিনাক্স চর্চা শুরু হবে তখন এর বেশি প্রচার এবং এর সুন্দর্য্য সবায় জানতে পারবে এবং সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। এই নিয়ম শুধু মাত্র উবুন্টুতে নয় লিনাক্স মিন্ট, জোরিন ইত্যাদি উবুন্টু বেইজড লিনাক্স ডিস্টো গুলোর ক্ষেতেও প্রযোজ্য।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection