Dolphin.com.bd

Online Money earning => Online Marketing => Topic started by: bbasujon on January 16, 2012, 08:08:25 AM

Title: Why open a business website?
Post by: bbasujon on January 16, 2012, 08:08:25 AM
আজ কাল অনেকেই ব্যক্তি পর্যায়েই ওয়েবসাইট বানিয়েছেন। নিজের ব্যক্তিগত তথ্য সমুহ একটু সুন্দরভাবে সাজিয়ে রাখতে কয়েকজনকে দেখেছি ওয়েবসাইট বানাতে। আর তাতে হয়তো নিজের কিছু কথা আর ছবি থাকে। অনেকে নিজের কবিতা বা লেখালেখিকে কোন রকম ব্যবসায়ীক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র নিজের আত্ন তৃপ্তির জন্য প্রকাম করেছেন নিজের ওয়েবসাইটে। আর ব্যবসায়ীকদের অনেকেই নিজের একটি ওয়েব খোলতে আগ্রহী হন। আর এর প্রয়োজন সম্পর্কে কিছু যুক্তি উপস্থাপন করবো।
ব্যবসায়ীদের ওয়েবসাইট খোলা দরকার কেন? ১০ টি যুক্তি
ব্যবসায়ীদের ওয়েবসাইট খোলা দরকার কেন?

    ১. এখন তথ্যের প্রবাহ আগের মতে নেই মানুষের হাতে হাতে ইন্টারনেট। এক জায়গায় বসে বিশ্বকে জয় করছে মানুষ। তাই নিজেকে প্রকাশ করতে, নিজের সেবা ও সার্ভিসকে জানাতে গেলে ওয়েবসাইটে জানাতে হবে।
    ২. ওয়েবসাইটই সবচেয়ে কম খরচে বিজ্ঞাপনের মাধ্যম। এক কথায় একজনকে আপনি যতটা বুঝিয়ে বলতে পারবেন তারচেয়ে অনেক বেশি কিছু জানাতে পারবেন একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিলে তা আন্য কোন মাধ্যমে পারবেন না। পত্রিকায় বা অন্যকোথাও বিজ্ঞাপনের চেয়ে একানে কম খরচে আপনার তথ্য সন্নিবেশিত করতে পারবেন।
    ৩. সহজে অনেক তথ্য রাখতে পারবেন এখানে। ছবি, ভিডিওর মতো কনটেন্ট দিয়ে জানাতে পারবেন নিজের ব্যবসাকে। আর যে কোন ব্যবসার সার্ভীস ও মূল্যমানও দিন দিন পরিবর্তিত হয় তাই আপনার সার্ভিসের মূল্য মানও পরিবর্তিত করতে পারবেন।
    ৪. ওয়েবসাইটের মাধ্যমে বেচাকেনার ও যোগাযোগের মাধ্যম সৃষ্টি করতে পারবেন। অনেকের প্রশ্ন ও উত্তরের সহজ একটা ইন্টারফেস বানাতে পারবেন। আপনার ব্যবসার কোন দিক যদি কারো ভাল লাগে বা না লাগে সে বেপারে মতামতও নিতে পারবেন।
    ৫. ব্যবসাটি ছোট পরিসর থেকে অনেক বড় পরিসরে প্রবেশ করার ক্ষেত্রে  ওয়েবসাইট ভুমিকা রাখতে পারে। একটি নিদির্ষ্ট এলাকায় একটি মাত্র ব্যবসা না হয় এটি অনেকগুলো ইউনিটে  অনেক বড় আকার ধারন করতে পারে।
    ৬. নিজের একটি স্ট্যান্ডার্ড ও ব্রান্ডে গঠনের জন্যও সহজ সমাধান হতে পারে ওয়েবসাইট।