Dolphin.com.bd

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on February 15, 2012, 07:26:16 AM

Title: Since your browser on your computer through a virus check
Post by: bbasujon on February 15, 2012, 07:26:16 AM
নানা কারনে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করতে হয়। কিন্তু অনেক সময় পিসিতে এ্যান্টিভাইরাস হালনাগাদ করা থাকে না। এরকম মুহুর্তে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করে নিতে পারেন। এজন্য আপনার লাগবে বিটডিফেন্ডার কুইকস্ক্যান  নামের একটি অ্যাডঅন । অ্যাডঅনটি উক্ত লিঙ্ক হতে নামিয়ে নিন এবং ফায়ারফক্স রির্স্টাট করুন।
খেয়াল করে দেখুন ব্রাউজারে সবার নিচে ডানে নামে একটি আইকন এসেছে। এই Bit defender quick scan (https://addons.mozilla.org/en-US/firefox/addon/bitdefender-quickscan/)আইকনে ক্লীক করলেই পিসির সিস্টেম ফাইলগুলো স্ক্যান করা শুরু হবে। স্ক্যান শেষে Report বাটনে ক্লীক করে দেখে নিতে পারেন স্ক্যানের ফলাফল। তবে এই অ্যাডঅনটিকে অ্যান্টি ভাইরাসের বিকল্প ভাববেন না, কম্পিউটারের শতভাগ নিরাপত্তার জন্য সবসময় হালনাগাদ এ্যান্টিভাইরাস ব্যবহারের চেষ্টা করুন।