Dolphin.com.bd

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 09, 2012, 09:33:45 PM

Title: ওয়েবপেজ রিনেম সমস্যার সমাধান
Post by: bbasujon on January 09, 2012, 09:33:45 PM
আর দশটা সাধারণ ফাইলের মতো ওয়েব পেজ রিনেম করা খুব একটা সহজ কাজ না। আপনি যদি সাধারণ নিয়ম অনুযায়ী রাইট ক্লিক থেকে রিনেম সিলেক্ট করে ওয়েবপেজের নাম পরিবর্তন করেন, তাহলে পরবর্তীতে ফাইলটা ওপেন করলে দেখবেন যে এর ছবিগুলো তো দেখা যাচ্ছেই না, এর ফন্ট, কালার, প্যারাগ্রাফ সব উল্টাপাল্টা হয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।

আপনি যদি ওয়েবপেজের *.html ফাইলটির পাশাপাশি এর সাথের ফোল্ডারটিকেও রিনেম করেন, তবুও কোন লাভ হবে না। এই সমস্যার মোটামুটি একটা সমাধান করা যায় *.html ফাইলটাকে কোন ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করে এরপর ভিন্ন নাম দিয়ে সেভ করে। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এ ধরনের ফাইল সেভ করতে গেলে প্রায়ই এরর ম্যাসেজ আসে। আর কোনমতে সেভ হয়ে গেলেও হয়তো এর অভ্যন্তরের সকল তথ্য সেভ হয় না, অথবা ফাইলটা ওপেন করতে গেলে বিভিন্ন এরর ম্যাসেজ দেখায়। আপনি যদি ইয়াহু মেইলের কোন পেজ সেভ করতে যান, তাহলে এই সমস্যাটা হাড়ে হাড়ে টের পাবেন।

এই সমস্যার একটা সুন্দর বিকল্প সমাধান হতে পারে এরকম, প্রথমেই ওয়েব পেজের *.html ফাইলটাকে এবং তত্সংশ্লিষ্ট ফোল্ডারটাকে রিনেম করে ফেলুন। মনে করি, ফাইল এবং ফোল্ডারটির নাম যথাক্রমে Sample.html এবং Sample_files। এখন এদের নাম পরিবর্তন করে Changed.html এবং Changed_files রাখুন। এবার পরিবর্তিত Changed.html ফাইলটিকে যেকোন টেক্সট এডিটর যেমন নোটপ্যাড দিয়ে ওপেন করুন এবং ফাইন্ড/রিপ্লেস কমান্ডে গিয়ে ফাইন্ড বক্সে Sample_files এবং রিপ্লেস বক্সে Changed_files লিখে Replace All বাটনে ক্লিক করুন। সবগুলো স্ট্রিং রিপ্লেস হয়ে গেলে ফাইলটি সেভ করে ফেলুন। এবার যেকোন ব্রাউজার দিয়ে চালু করুন। দেখবেন কোন রকম ঝামেলা ছাড়াই সেটা খুব সুন্দর ভাবে চলছে।