Networking, Internet, Wireless > Internet

You can send free SMS from freesms.cloudapp.net

(1/1)

bbasujon:
ইন্টারনেট থেকে মোবাইলে বিনামুল্যে এসএমএস পাঠানো যায় এমন অনেক সাইট আছে। রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই সহজেই এসএমএস করা যায় এমনই একটি ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে http://freesms.cloudapp.net। এই সাইট থেকে এসএমএস পাঠাতে হলে ৪ অক্ষরের ক্যাপচা লিখতে হয়। সাইটটিতে গিয়ে Moblie Number: এ দেশের কোডসহ মোবাইল নম্বর (যেমন, ৮৮০১৭১৩******) লিখে Message: এ সর্বোচ্চ ১৬০ অক্ষরের ইংরেজীতে ম্যাসেজ লিখুন এবং Verify: এ ডানে থাকা অক্ষর (ক্যাপচা) লিখে করে Send বাটনে ক্লিক করলেই হবে। এসএমএস প্রাপক তাৎক্ষনাত এসএমএস পাবেন তবে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর প্রদর্শিত হবে। এই সাইটটিও অনান্য সাইটের মত সকল মোবাইল অপারেটর সমর্থন করে না, বাংলাদেশে গ্রামীণফোন, ওয়ারিদ এবং একটেল সমর্র্থন করে। এসএমএস প্রতিবার সফলভাবে পাঠানো যায় না তবে সফল পাঠানো হয়েছে কি না তার স্ট্যাটাস প্রদর্শন করে।

Navigation

[0] Message Index

Go to full version