Computer Tips and Tricks > Computer Tips & Tricks

Increase your PC performance

(1/1)

bbasujon:
ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন নিয়মিত
পিসিতে প্রচুর পরিমাণে ফাইল থাকে, যা কাজের কারণে পিসিকে প্রচুর পরিমাণ ফাইল প্রসেস করতে হয়। প্রসেসের মাঝে ফাইলগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। এর ভগ্নাংশ ফাইলগুলো অগোছালো হয়ে যায়। এই অগোছালো ফাইলগুলো পিসির গতি রোধ করে দেয়। ভগ্নাংশ ফাইলগুলো খুঁজে বের করার জন্য আবার জোড়া লাগিয়ে দেয়ার জন্য উইন্ডোজে আছে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার। আপনার উইন্ডোজে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার খুঁজে পাওয়ার জন্য যান start>All Program>Accessories>System Tools এই প্যাথে।
উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার থাকার পরও ডিস্ক ডিফ্রাগমেন্টার হিসেবে Defraggler নামক সফটওয়্যারটি ব্যবহার করা ভালো। Defraggler ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যান : http://www.filehippo.com/download_defraggler
আপনি কখন কখন পিসি ডিফ্রাগমেন্ট করবেন?
—যখন আপনি অনেক বড় কোনো ফাইল সেইভ করেন আপনার পিসিতে।
—ডিস্কে ১৫ শতাংশের বেশি ফ্রি স্পেস থাকবে।
—যখন কোনো সফটওয়্যারের নতুন ভারসন ইন্সটল করবেন অথবা নতুন উইন্ডোজ ইন্সটল করবেন।

Navigation

[0] Message Index

Go to full version