Computer Software & Trouble Shooting > Social & Communication

গুনগুন গান গেয়ে সার্চ করা যাবে গুগলে!

(1/1)

sabuj:
গুনগুন গান গেয়ে সার্চ করা যাবে গুগলে!

গুগলে গান খুঁজতে এখন আর টাইপ করতে হবে না; বরং গুনগুন করে সেই গান গাইলেই চলবে। ঠিকঠাক সুরে গাইতে না পারলেও সমস্যা নেই। সুর কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে ব্যবহারকারীর কাছে। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে গুগল সেই ফলাফল দেখাবে।

তালিকায় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে। এরই মধ্যে ‘হাম টু সার্চ’ নামের এই ফিচারটি অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে পাওয়া যাচ্ছে। 

সূত্র : দ্য ভার্জ

Navigation

[0] Message Index

Go to full version