Networking, Internet, Wireless > Internet

ঝকঝকে বাংলা দেখুন মজিলা ফায়ারফক্সে

(1/1)

bbasujon:
মজিলা ফায়ারফক্স আমাদের সবারই খুব প্রিয় একটি ইন্টারনেট ব্রাউজার। কিন্তু মজিলা ফায়ারফক্সের একটি সমস্যা হচ্ছে এই ব্রাউজারে বাংলা লেখা পরিষ্কার দেখা যায় না। বা দেখা গেলেও খুব ছোট আকারে দেখা যায়। আজ আপনাদের জন্য এমনই একটি ট্রিক্স নিয়ে এসেছি যাতে আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটিতে ঝকঝকে বাংলা দেখতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
২। এবার Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
৩। এবার Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
৪। তারপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে ১৬ বা ১৭ সিলেক্ট করুন।

৫। এবার Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবার OK/OK করে বের হয়ে আসুন।
এখন দেখুন কি ঝকঝকে বাংলা দেখতে পাচ্ছেন।

Navigation

[0] Message Index

Go to full version