Dolphin.com.bd

Graphics Designing => Graphics Designing => Topic started by: bbasujon on January 11, 2012, 04:32:04 AM

Title: A nice effect photoshop
Post by: bbasujon on January 11, 2012, 04:32:04 AM
আজ আমি ফটোশপ এর একটি বহুল ব্যাবহৃত এবং অতি জনপ্রিয় blur motion নামক ফিল্টার দিয়ে HIGH SPEED MOTION ইফেক্ট তৈরি করা দেখাব।

বিভিন্ন রেসিং মুভি অথবা গেম এর কভার পোস্টার এ এই HIGH SPEED MOTION ইফেক্ট এর ব্যবহার দেখতে পাই।
তাহলে শুরু করা যাক,

প্রথমে একটি ছবি ফটোশপে ওপেন করুন। আমি যে ছবিটি ব্যাবহার করেছি আপনারা এরকম একটি ছবি ওপেন করুন।.


(http://i.imgur.com/nCH9W.jpg)

এবার Magnetic Lasso Tool এর সাহায্যে গাড়ির চারিদিকে একটি সিলেকশন তৈরি করুন। এর পর কি-বোর্ড থেকে (CTRL+SHIFT+I) কমান্ড দিন। নিচের ছবিটির মত একটি আবরন তৈরি হবে।
(http://i.imgur.com/F42hk.jpg)

তারপর মেইন মেনু থেকে Layer>New>Layer via Copy (CTRL+J) সিলেক্ট করুন।


(http://i.imgur.com/i4RNj.jpg)

(http://i.imgur.com/eaifX.jpg)

এবার মেইন মেনু থেকে Filter>Blur>motion Blur এ ক্লিক করুন।


Angle “5″ এবং Distance “64″ সেট করে ok দিন।


(http://i.imgur.com/6OIAO.jpg)

ব্যাস!!
এই ছবিটিই আমাদের শেষ ফলাফল।


(http://i.imgur.com/bNjrH.jpg)