Dolphin.com.bd

Networking, Internet, Wireless => Internet => Topic started by: bbasujon on October 07, 2012, 08:19:13 PM

Title: ইন্টারনেট কানেকশান শেয়ার করুন অন্য কম্পিô
Post by: bbasujon on October 07, 2012, 08:19:13 PM
এমন যদি হয় ইন্টারনেট কানেকশান আছে একটি পিসিতে বা মোডেম আছে একটি আপনি চাচ্ছেন একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে।
এর জন্য যে যে জিনিসগুলো লাগবে:
১.ল্যান কেবল
২.দু’টি পি.সি
৩। একটি ক্রস ওভার ক্যাবল।
কন্ডিশন ১
যদি আপনার কম্পিউটার ২ টা হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ল্যান কেবল সংগ্রহ করতে হবে।
কন্ডিশন ২
আর যদি কম্পিউটার ২ টার বেশি হয় তাহলে আপনার একটি সুইচ লাগবে।
কাজের ধাপঃ
১। প্রথম যে পিসিতে ইন্টারনেট কানেকশান আছে ঐ পিসিতে আরেকটি নতুন ল্যান কার্ড ইনষ্টল করুন।
২। একটি ক্রস ওভার ক্যাবল প্রথম পিসির দ্বিতীয় ল্যান কার্ডও দ্বিতীয় পিসির একমাত্র ল্যান কার্ডের সাথে কানেক্ট করুন।
৩। প্রথম পিসির মাই নেটওয়ার্ক প্লেস এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপ্রাইটিস এ ক্লিক করুন। এখানে লোকাল এরিয়া কানেকশান নামে দু’টি আইকন পাবেন। প্রথম ল্যান কার্ডটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর এডভান্স এ ক্লিক করুন। ওখানে ইন্টারনেট কানেকশান শেয়ারিং এর অধীনে দু’টি অপশন পাবেন। দু’টিতে টিক চিহৃ দিয়ে ওকে-তে ক্লিক করুন।
৪। দ্বিতীয় পিসির লোকাল এরিয়া কানেকশান এ রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর ইন্টারনেট প্রোটোকল (টি.সি.পি/আই.পি) সিলেক্ট করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। জেনারেল ট্যাবের অধীনে অবটেইন এন আ.পি এড্রেস অটোমেটিক্যালি এবং অবটেইন ডি.এন.এস সার্ভার এড্রেস অটোমেটিক্যালিতে ক্লিক করে ওকে-তে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল। অনায়াসে উপভোগ করুন ইন্টারনেট কানেকশান শেয়ারিং এর সুবিধা।