Dolphin.com.bd

Networking, Internet, Wireless => Internet => Topic started by: bbasujon on May 14, 2013, 01:44:56 PM

Title: Teletal 3G my opinion--& want you comment???
Post by: bbasujon on May 14, 2013, 01:44:56 PM
টেলিটক ৩জি না কি নসিমন,করিমন এর পযার্য়ে ও টেলিটকের মডেম নিয়ে আমার কিছু কথা, আমি এতো স্পিড কোথায় রাখবো। সাথে আবার ১০ জিবি ফ্রি, ফ্রি কথা শুনলেই আমাদের মন বেকুল হয়ে যায়।

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/942142_540368876009213_23639305_n.jpg)

মডেমটিতে : নেটওয়াক স্টান্ডাট দেয়া আছে:

HSUPA/ HSDPA/ EDGE/ WCDMA /GPRS/ GSM

HSUPA: High-Speed uplink Packet Access----- 5.76 Mbit/s----- এটির নাম করন করেন নোকেয়া মোবাইল কোম্পানি। এটি আপলোডের ক্ষেত্রে বেশ ভালো।

HSPA: High-Speed Packet Access.--- 5.25 MB/s এটি ৩   জির পোটকল হিসেবে কাজ করে।

HSDPA: High-Speed Downlink Packet Access------- 14.4 Mbps , ডাউনলোড এর ক্ষেত্রে এই কাভারেজটি অনেক কাজের।

EDGE: Enhanced Data Rates for Global Evolution------2.75 G এটি GPRS ও EGPRS হিসেবে পরিচিত, এটি GSM টেনওয়াক হিসেবে কাজ করে।GPRS---2.5 G---- 7.2kB/s GSM ---2G--- 1.8 kB/s
   
UMTS: Universal Mobile Telecommunications System--- 48 kB/s টা WCDMA এর পাশাপাশি কাজ করে থাকে। যখন এটি কাজ করে তখন তেমন স্পিড পাওয়া যায় না।

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/971965_540368929342541_210431060_n.jpg)

আমি টেলিকট ৩জি ব্যবহার করি স্পিড সব সময় পাওয়া যায় না, তবে মাঝে মাঝে ধারুন কাজ করে। ১ মেগা পেয়েছিলাম কয়েকদিন আগে।

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/941527_540368899342544_536550080_n.jpg)

আমার কাছে মনে হয়, তারা শুধু কয়েক ঘন্টা ৩জি চালু রাখে, তা যদি না হয়, এমন কেন হবে, একদিন দুধ দিয়ে ভাত দেন আর একদিন পানি দিয়া, অবাক কান্ড।

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc6/165416_540368959342538_1333790155_n.jpg)

এ ভাবে স্পিড দিলে কি কাষ্টমার ধরে রাখা যাবে। শুনতে পাই ১৬০ জিবি এর মধ্যে থেকে আমাদের ২২ নাকি ৪০ জিবি দেয় বাকি গুলা দিয়া কি করে।

আমার একটি ইচ্ছা, জানি পূরন হবে না, তাও বলি যদি বাংলাদেশের 6 টি অপারেটর তাদের নেটওর্য়াক শেয়ার করত তাহলে কেমন স্পিড পাওয়া যেত??? এর সব কিছুই স্বপ্ন।

৥ (http://bbasujon.blogspot.com/)

৥ তো আপনারাই বলুন আপনাদের অভিজ্ঞতা্ শেয়ার করুন।