Dolphin.com.bd

Science and Modern Technology => Science & Modern Technology => Topic started by: bbasujon on May 16, 2013, 11:52:36 AM

Title: Speed per hour upto 4228 Km-গতিবেগ ঘণ্টায় ৪২২৮ কিলোমিটার
Post by: bbasujon on May 16, 2013, 11:52:36 AM
শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতির (হাইপারসনিক) একটি উড়োজাহাজ ঘণ্টায় চার হাজার ২২৮ কিলোমিটার গতিবেগে উড়েছে। এক্স-ফিফটিওয়ানএ ওয়েভরাইডার নামের ওই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূল থেকে পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে মার্কিন বিমানবাহিনী। গবেষকদের আশা, এই উড়োজাহাজে চড়ে হয়তো কয়েক মিনিটেই বিশ্ব পরিভ্রমণ সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের রাইট-প্যাটারসন বিমানঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তা চার্লি ব্রিংক বলেন, ওয়েভরাইডারের এবারের অভিযান পুরোপুরি সার্থক হয়েছে। ক্ষেপণাস্ত্র আকৃতির ওয়েভরাইডার প্রশান্ত মহাসাগরের ৫০ হাজার ফুট উঁচুতে একটি বি-ফিফটিটু বোমারু বিমান থেকে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে এটি একটি রকেটের সাহায্য নেয়। মানুষবিহীন উড়োজাহাজটি অভিযান শেষে পরিকল্পিতভাবেই সাগরে নিমজ্জিত হয়। এপি।
Prothom Alo