Dolphin.com.bd

Technology => New Technology => Topic started by: sabuj on September 23, 2020, 01:04:43 PM

Title: নেটফ্লিক্সের গ্রাহকদের ভ্যাট কাটা শুরু
Post by: sabuj on September 23, 2020, 01:04:43 PM
নেটফ্লিক্সের গ্রাহকদের ভ্যাট কাটা শুরু

(https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2020-09%2F4b7f4b64-58fa-4a8a-a11a-16a4367ab748%2F6AKDZZENWRHF5OGJGDCCMID5LY.jpg?w=800&auto=format%2Ccompress)

নেটফ্লিক্সের মতো সম্প্রচারমাধ্যমের গ্রাহক হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হয়। ভ্যাট আইনে এই খাতে ভ্যাট আরোপ করা হয়। এত দিন এই খাতের গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সময় ভ্যাট কাটা হতো না। চলতি মাস থেকে এই সেবার ওপর ভ্যাট কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের কাছে মুঠোফোনে ভ্যাট কাটার খুদে বার্তা পাঠাচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। সেখানে বলা হয়েছে, নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা অনুযায়ী এ ধরনের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ভ্যাট আইন অনুযায়ী, এস-০৪৩ সেবা কোডের আওতায় ভ্যাট আরোপ করা হচ্ছে। এই কোডের মাধ্যমে টেলিভিশন ও অনলাইন সম্প্রচারমাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারীদের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ফলে নেটফ্লিক্সের মতো গ্রাহকেরা ভ্যাটের আওতায় এলেন। এখন থেকে প্রতি মাসে গ্রাহকের কার্ড থেকে বিল পরিশোধ করার সময় ভ্যাটও দিতে হবে। তাই এ ধরনের অনলাইন সাবস্ক্রিপশনে আগের চেয়ে খরচ বাড়ল। আপনার বিল যদি ১০০ টাকা হয়, তাহলে ব্যাংক আপনার কাছ থেকে ভ্যাটসহ ১১৫ কেটে রাখবে।
এনবিআরের এক কর্মকর্তা জানান, অনেক দিন ধরেই এই খাত থেকে ভ্যাট আদায়ের চেষ্টা করা হচ্ছে। আদায় করা সম্ভব হয়নি।

Source: https://www.prothomalo.com/business/industry/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

Website: https://www.dolphin.com.bd/