Dolphin.com.bd

Others => Robotics => Topic started by: sabuj on October 20, 2020, 12:37:17 PM

Title: শস্য যাচাইকারী রোবট
Post by: sabuj on October 20, 2020, 12:37:17 PM

শস্য যাচাইকারী রোবট

(https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/20/224034Kalerkantho_20-10-20-38.jpg)

আপনার ক্ষেতের ধানগুলো কতটুকু বড় হলো? যথাযথভাবে পুষ্টি পাচ্ছে তো? এসব দেখভালের জন্য গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তৈরি করেছে শস্য যাচাইকারী রোবট। এসব মাঠের ফসলের কোনো ক্ষতি করা ছাড়াই ফসলের উচ্চতা, পাতা ও ফলের আকারের মতো তথ্য সংগ্রহ করতে পারে। প্রজেক্ট মিনারেল নামের প্রকল্পটি আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের কৃষকদের সঙ্গে কাজ করছে।

সূত্র : বিবিসি