Author Topic: অস্ত্র আইন, ১৮৭৮ [ ১৮৭৮সনের ১১নং আইন ]  (Read 2120 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
অস্ত্র আইন, ১৮৭৮

[ ১৮৭৮সনের ১১নং আইন ]

( ১৫ই মার্চ, ১৮৭৮ইং সন )

------------------------------------------------------------------

 

অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভাব সম্পর্কিত আইন একীকরণ ও সংশোধনের নিমিত্তে একটি আইন  ।

 

প্রস্তাবনা

যেহেতু অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভার সম্পর্কিত আইন একীকরণ ও সংশোধন করা উচিত, তাই ইহা এতদ্বারা নিম্নবর্ণিতরূপে বিধিবদ্ধ করা হইলঃ

 

প্রথম অধ্যায়

প্রারম্ভিক


ধারা-১ ( সংক্ষিপ্ত শিরোনাম ও স্থানীয় আওতা )

এই আইন ১৮৭৮ সালের অস্ত্র আইন নামে অভিহিত হইবে; এবং ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে ।

ব্যতিক্রম: কিন্তু ইহাতে অন্তর্ভুক্ত কোনো কিছুই প্রযোজ্য হইবে না-

(ক) সমুদ্রগামী জাহাজ ভর্তি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার এবং তাহার সাধারণ যুদ্ধোপরণের বা সরঞ্জামের অংশবিশেষ, অথবা

(খ) সরকারী চাকুরে হিসাবে কর্তব্যপালনকালে সরকারী আদেশ বা সরকারী আদেশে প্রস্তুত, পরিবর্তন, বিক্রি, আমদানি, রফতানি, পরিবহন, বহন, দখলী অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার।

ধারা -২ ( আরম্ভ )

এই আইন সেইদিন হইতে কার্যকর হইবে যেই দিন সরকার সরকারী গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ধার্য করিবেন ।

ধারা -৩ ( ১৯৩৮ সালের ১নং রহিতকরণ আইন দ্বারা বাতিল করা হইয়াছে )


ধারা -৪ ( দফার ব্যাখ্যা )

কোনো কিছু বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী না হইলে, এই আইনে--

(১) 'কামান' (Cannon)  সব রকমের ছোট হালকা কামান (হাউ ইট স্যার), মর্টার ওয়ালপিস, মাইট্রেইলইউজ এবং অন্যান্য যুদ্ধাস্ত্র এবং মেশিনগান ও তাহার সব রকম যন্ত্রাংশ এবং সব গাড়ি, মঞ্চ এবং উত্তোলনের যন্ত্রপাতি, পরিবহন ও সেইগুলোর পরিবেশন কামানের অন্তর্ভুক্ত ।

(২) অস্ত্র (Arms) : আগ্নেয়াস্ত্র, বেয়োনেট, তরবারি, ডেগার, বর্শা, বল্লমের ডগা, তীর ও ধনুক কামান বা অস্ত্রের অংশবিশেষ এবং অস্ত্র তৈয়ারির যন্ত্রপাতিসমূহও অস্ত্রের অন্তভূক্ত ।

(৩) গোলাবারুদ (Ammunition) টর্পেডো সার্ভিস এবং মাইন দ্বারা ডুবো জাহাজ ঘায়েল করিবার জন্য বিশেষভাবে পরিকল্পিত সব রকম বস্তু, রকেট, এসিড সিক্ত তুলা (গান-কাটন), ডিনামাইট, লিথোপ্রাকাটিউর এবং অন্যান্য বিস্ফোরক (ফুলমিনেটিং) বস্তু, গানক্লিন্টপ, গান ওয়ার্ড, আঘাত ঢাকনা (পারকাশন ক্যাপ) ফিউজ ও ফ্রিকশান টিউব, গোলাবারুদের অংশসমূহ ও গোলাবারুদ তৈয়ারির সব রকম যন্ত্রপাতি গোলাবারুদের অন্তর্ভুক্ত কিন্তু সীসা, গন্ধক ও শোরা অন্তর্ভুক্ত নহ ।

(৪) সামরিক সম্ভার (Military stores) : এই আইনের যেকোনো ধারায় বর্ণিত যাহা বাংলাদেশের যেকোনো অংশে প্রয়োগ হয়, সামরিক সম্ভার বলিতে যেকোনো সামরিক সম্ভার বুঝায়, যাহা সরকার সময় সময় অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা এইরূপ ধারা এইরূপ অংশে বিশেষভাবে সম্প্রসারিত করিতে পারেন এবং সকল প্রকার সীসা, গন্ধক, সোরা ও অন্যান্য বস্তু অন্তর্ভুক্ত যাহা সরকার সময় সময় এই সমস্ত ধারায় এইরূপ সম্প্রসারণ করিতে পারেন ।

(৫) 'লাইসেন্স' : লাইসেন্স বলিতে এই আইনে মঞ্জুরীকৃত একটা লাইসেন্স এবং লাইসেন্স হইয়াছে বলিতে ঐ সমস্ত লাইসেন্স ধারণকে বুঝায় ।


দ্বিতীয় অধ্যায়

প্রস্তুত, পরিবর্তন ও বিক্রি

ধারা-৫ ( লাইসেন্স ব্যতীত প্রস্তুত, পরিবর্তন ও পরিবর্তন ও বিক্রি নিষিদ্ধ )

লাইসেন্সের অধীনে এবং লাইসেন্সে বর্ণিত পন্থায় এবং তদ্বারা অনুমতিকৃত পরিমাণ ভিন্ন আকারে কোনো ব্যক্তি কোনো অস্ত্র গোলাবারুদ অথবা সম্ভার প্রস্তুত পরিবর্তন বা বিক্রি বা রাখিতে, প্রদান করিতে বা বিক্রির জন্য প্রদর্শন করিতে পারিবে না ।

এইখানে বর্ণিত কোনো কিছু কোনো ব্যক্তিকে তাহার ব্যক্তিগত ব্যবহারের জন্য আইনসঙ্গতভাবে অধিকারে থাকা কোনো অস্ত্র বা গোলাবারুদ সাময়িকভাবে প্রচলিত আইনে তাহা অধিকার করিতে নিষিদ্ধ নহে এমন ব্যক্তির নিকট বিক্রি করিতে বাধা দিবে না; কিন্তু এই আইনের ২৭ ধারায় অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তির নিকট এইরূপ বিক্রি করিলে অথবা দেরি না করিয়া জেলার ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত অফিসারকে বিক্রির বিষয় এবং ক্রেতার নাম ঠিকানা জানাইতে হইবে ।

তৃতীয় অধ্যায়

আমদানি, রফতানি ও পরিবহন

ধারা -৬ ( লাইসেন্সবিহীন আমদানি ও রফতানি নিষিদ্ধ )

লাইসেন্সের অধীনে ও পন্থায় এবং লাইসেন্সে অনুমতি প্রাপ্ত পরিমাণ ভিন্ন কোনো ব্যক্তি সমুদ্র পথে বা স্থলপথে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে আনিতে বা লইয়া যাইতে পারিবে না ।

ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রশস্ত্র বা গোলাবারুদের অধিকারী হইতে পারে এমন ব্যক্তি কর্তৃক তাহার ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তিসঙ্গত পরিমাণ অস্ত্রশস্ত্র (কামান ব্যতীত) বা গোলাবারুদ আমদানি বা রফতানির ব্যপারে এই ধারার প্রথম দফা প্রযোজ্য হইবে না । কিন্তু সরকার এই ব্যাপারে নামে অথবা তাহার অফিসের গুণে ক্ষমতাপ্রাপ্ত শুল্ক কালেক্টর বা অন্য কোনো কর্মকর্তা যেকোনো সময় সরকার হইতে আদেশ না পাওয়া পর্যন্ত এই সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আটক করিতে পারিবেন ।

ব্যাখ্যা : এই ধারায় অস্ত্রশাস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার বাংলাদেশের এক অংশ হইতে অন্য অংশে সমুদ্র পথে অথবা বাংলাদেশের অংশ নহে এই রকম মধ্যস্থিত এলাকা দিয়া আনা-নেওয়া বুঝায় ।

ধারা-৭ ( অস্ত্রশস্ত্র গুদামে জমা করিবার জন্য সরকারের অনুমোদন দরকার )

১৯৬৯ সালের শুল্ক আইনে যাহাই থাকুক না কেন, সরকারের অনুমোদন ব্যতিরেকে ঐ আইনের ১৬ ধারায় বর্ণিত লাইসেন্স অনুবলে কোনো গুদামে অস্ত্রশাস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভার জমা করিতে পারিবে না ।
ধারা -৮ ( ১৮৯১ সালের সংশোধনী আইনের দ্বারা বাতিল করা হইয়াছে )

ধারা-৯ ( ১৮৯১ সালের সংশোধনী আইনের দ্বারা বাতিল করা হইয়াছে )

ধারা-১০ ( অস্ত্র পরিবহন নিষিদ্ধ পরিবহন নিষিদ্ধ করিবার ক্ষমতা )

সরকার সময় সময় অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা-

(ক) লাইসেন্স বা এই লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সমগ্র বাংলাদেশে বা তাহার কোনো অংশে বা সামগ্রিকভাবে যেকোনো প্রকারের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভারের পরিবহন নিয়মিত অথবা নিষিদ্ধ করিতে পারেন, এবং

(খ) এই প্রকার বিজ্ঞপ্তি বাতিল করিতে পারেন ।

ব্যাখ্যা  বাংলাদেশের যেকোনো বন্দরে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভার স্থানান্তরিত এই ধারার অর্থে পরিবাহিত বুঝায় ।

ধারা-১১ তল্লাশি পোস্ট স্থাপনের ক্ষমতা

সরকার বাংলাদেশ ও ভিন্ন দেশের সীমান্ত রেখা বরাবর যেকোন স্থানে এবং এই রেখায় এই প্রকার দূরত্বে যাহা উচিত বলিয়া বিবেচিত হইবে, তল্লাশি পোস্ট স্থাপন করিতে পারেন, যাহাতে চলমান জাহাজ, গরুর গাড়ি এবং পশুবাহী যান এবং সমস্ত প্রকার বাক্স, গাঁট ও মোড়ক (প্যাকেজ) থামাইতে পারেন এবং অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সম্ভার তল্লাশি করিতে পারেন ।

ধারা -১২ ( অবস্থাধীনে যদি সন্দেহের উদ্রেক হয় যেকোনো ব্যক্তি অস্ত্র ইত্যাদি বহন করিতেছে তবে তাহাকে আটক করা যায় )

যখন কোনো ব্যক্তিকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভার বহন বা প্রদান করিতে দেখা যায়, তাহা কোনো লাইসেন্সের আবরণে হোক বা না হোক, এমন পন্থায় অথবা এমন অবস্থাতে বহন করে, যাহাতে করিয়া ন্যায়সঙ্গতভাবে সন্দেহের উদ্রেক হয় যে ঐ সমস্ত দ্রব্যাদি ব্যবহারের উদ্দেশ্যে তাহার দ্বারা বাহিত হইতেছে বা ঐগুলি যেকোনো বেআইনী উদ্দেশ্যে ব্যবহৃত হইতে পারে, সেক্ষেত্রে যেকোনো ব্যক্তি বিনা পরোয়ানাতে তাহাকে আটক করিতে এবং তাহার নিকট হইতে ঐ সমস্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভার লইয়া লইতে পারে ।

পুলিশ বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য লোকের দ্বারা

গ্রেফতার করিবার পদ্ধতি

আটককারী ব্যক্তি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তা না হইলে আটককৃত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভারসমূহ যত শীঘ্র সম্ভব পুলিশ কর্মকর্তা নিকট সোপর্দ করিতে হইবে ।

এই ধারায় আটককৃত অথবা পুলিশের কর্মকর্তা নিকট সোপর্দকৃত ব্যক্তিগণকে এবং আটককৃত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসমূহ অযথা দেরি না করিয়া ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিতে হইবে ।

চতুর্থ অধ্যায়

অস্ত্র সজ্জিত হওয়া এবং অস্ত্র দখলে থাকা ইত্যাদি
ধারা-১৩ ( বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার উপর নিষেধাজ্ঞা )

লাইসেন্সের অধীন এবং লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত পন্থা সীমা ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইতে পারিবে না ।

যখন কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে অথবা ইহার বিধান লংঘন করিয়া অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, ম্যাজিস্ট্রেট বা পুলিশের কর্মকর্তা বা এই ব্যাপারে ব্যক্তিগত নামে বা অফিসের অনুবলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ দ্বারা সে নিরস্ত্র হইবে ।

ধারা-১৪( লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা )

লাইসেন্সের অধীন অথবা লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত পন্থা ও সীমা ব্যতীত কোনো ব্যক্তি তাহার অধিকারে অথবা নিয়ন্ত্রণে কোনো কামান বা আগ্নেয়াস্ত্র বা কোনো প্রকার গোলাবারুদ বা সামরিক সম্ভার রাখিবে না ।

ধারা -১৫ (কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত যেকোন প্রকার অস্ত্র রাখা নিষেধ )

যেকোনো জায়গায়, যেখানে সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা এই ধারাকে বিশেষভাবে বিস্তৃত করিবেন, সেখানে লাইসেন্সের অধীন অথবা লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত প্রকারে ও সীমা ব্যতীত কোন ব্যক্তি তাহার অধিকারে যেকোনো প্রকারের অস্ত্র রাখিতে পারিবে না ।


ধারা -১৬ ( বিশেষ ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলিরের নিকট জমা দিতে হইবে )

(১) অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার দখলে আছে এমন ব্যক্তির ঐ প্রকার দখল লাইসেন্স বাতিল বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বা অব্যাহতির কারণে বা ১৫ ধারার অধীনে বিজ্ঞপ্তি প্রদানের ফলে বা অন্যভাবে যখন বেআইনী হইয়া পড়ে, এই সকল ব্যক্তি অযথা দেরি না করিয়া নিকটবর্তী থানায় পুলিশের কর্মকর্তা নিকট বা তাহার ইচ্ছামত এবং ঐ সমস্ত শর্ত সাপেক্ষে যাহা সরকার বিধান দ্বারা নির্ধারণ করিবেন, একজন লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হইবে ।

(২) যেখানে ১নং উপধারায় অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক সম্ভার জমা দেওয়া হইয়াছে, ঐ প্রকার মেয়াদ উত্তীর্ণ পূর্বে যেকোনো সময় যেমনভাবে সরকার বিধি দ্বারা নির্ধারণ করেন ।


জমাদানকারী অধিকারী হইবে

(ক) জমা দেওয়া এইরূপ যেকোনো কিছু ফেরত লইতে, যাহার দখল তাহার দ্বারা আইনসম্মত হইয়াছে, এবং

(খ) দখল আইনসঙ্গত হইবে ঐ রকম লোকদের নিকট জমা দেওয়া যেকোনো কিছু বিক্রি বা অন্যভাবে নিষ্পত্তি করিতে বা নিষ্পত্তির নিমিত্তে কর্তৃত্ব প্রদান করিতে এবং ঐ প্রকার বিক্রয়লব্ধ অর্থ গ্রহণ করিতে ।

শর্ত থাকে যে, এই উপধারায় কোনো কিছু ফেরত বা নিষ্পত্তির জন্য কতৃর্ত্ব প্রদান বৈধ গণ্য হইবে না যাহার বাজেয়াফতকরণ এই আইনের ২৪ ধারায় নির্দেশিত হইয়াছে ।

(৩) উপরে বর্ণিত প্রকারে যেই সমস্ত জিনিস জমা আছে এবং তাহা ২ উপধারায় নির্ধারিত মেয়াদকালে ফেরত দেওয়া বা নিষ্পত্তি হয় নাই তাহা সরকার বরাবরে বাজেয়াফত হইবে ।

(৪) (ক) এই আইনের সহিত সঙ্গতি রাখিয়া এই ধারার বিধানগুলিকে কার্যকর করিবার জন্য সরকার বিধিমালা তৈয়ার করিতে পারেন ।

(খ) বিশেষতঃ ও পূর্ববর্তী বিধানের সাধারণত্ব ক্ষুন্ন না করিয়া সরকার বিধি দ্বারা নির্ধারণ করিতে পারেন ।

(১)শর্তাবলী, যাহার সাপেক্ষে লাইসেন্সধারী ডিলারের নিকট অস্ত্রশস্ত্র গোলাবারুদ অথবা সামরিক সম্ভার জমা দেওয়া যাইতে পারে, এবং

(২) মেয়াদ, যাহা উত্তীর্ণ হইবে উপরে বর্ণিত জমাকৃত জিনিসপত্র ৩ উপধারায় বাজেয়াফত হইবে ।

পঞ্চম অধ্যায়

লাইসেন্সসমূহ

ধারা-১৭ লাইসেন্সের বিধি প্রণয়নের ক্ষমতা

সরকার অফিসিয়াল গেজেটে সময় সময় বিজ্ঞপ্তি দিয়া কি প্রকারে এবং কি কি শর্তসাপেক্ষে কোনো কর্মকর্তার দ্বারা কোনো লাইসেন্স মঞ্জুর করা হইবে তাহা নির্ধারণের জন্য বিধি প্রণয়ন করিতে, এবং এই প্রকার বিধিসমূহের দ্বারা অন্যান্য বিষয়ের মধ্যে করিতে পারেনঃ

(ক) কোনো মেয়াদের জন্য এইরূপ লাইসেন্স বলবত্‍ থাকিবে তাহা নির্ধারণ করিতে;

(খ) দখলে বা অধিকারে রাখিবার জন্য অন্যত্র মঞ্জুরকৃত কোনো লাইসেন্স ব্যতীত এইরূপ লাইসেন্সের জন্য স্ট্যাম্প বা অন্যভাবে প্রদেয় ফী নির্ধারণ করিতে;

(গ) দখলে বা অধিকারে রাখিবার লাইসেন্স ব্যতীত এইরূপ লাইসেন্সধারীকে এইরূপ লাইসেন্সের অধীনে কৃত কোনো কিছুর জন্য সরকার কর্তৃক নির্ধারিত আকারে রেকর্ড বা হিসাব রাখিতে এবং সরকারের কোনো কর্মকর্তা দ্বারা রেকর্ড বা হিসাব প্রদর্শনের জন্য ডাকা হইলে প্রদর্শন করিতে নির্দেশ দিতে;

(ঘ) ৫ অথবা ৬ ধারায় বর্ণিত বর্র্ননা  মোতাবেক কোনো ঘর যেখানে কোনো লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির দ্বারা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার প্রস্তুত হয় বা রক্ষিত থাকে, সেখানে প্রবেশের ও পরিদর্শনের নিমিত্ত সরকারের কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করিতে;

(ঙ) এইরূপ ক্ষমতাপ্রাপ্ত সরকারের কোনো কর্মকর্তার নিকট এইরূপ ব্যক্তিকে তাহার দখলে বা নিয়ন্ত্রণে থাকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভারের সমস্ত মওজুদ প্রদর্শনের নির্দেশ দিতে;

(চ) লাইসেন্স আছে এমন ব্যক্তিকে বা লাইসেন্সের অধীনে কাজ করে এমন ব্যক্তিকে তাহা উপস্থাপন করিতে এবং উপস্থাপন করিবার জন্য কোনো সরকারী কর্মকর্তার দ্বারা ডাকা হইলে লাইসেন্সের আবরণে থাকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভারসমূহ উপস্থাপন বা হিসাব করিতে বলিতে পারেন ।

ধারা-১৭-এ ( অস্ত্র লইয়া ঘোরাফেরার উপর বিধিনিষেধ )

(ক) সরকার জনস্বার্থে যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তিকে তাহার লাইসেন্সকৃত অস্ত্র লইয়া নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করার উপ
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection