Author Topic: Laptop user দের কিছু কমন সমস্যা… ছোটখাটো সমাধান  (Read 3735 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Laptop user দের কিছু কমন সমস্যা… ছোটখাটো সমাধান
Windows vista বা seven setup হয়, XP হয় না:
খুব কমন সমস্যা। এটা হয় কারন এখনকার সব ল্যাপটপেই সাটা মুড ahci mode করা থাকে। আপনার XP ভার্সনটি যদি এই মুড সাপোর্ট না করে তাহলে একটা ব্লু স্ক্রীন দিয়ে রিস্টার্ট হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই। আপনি একটি সাটা মুড এনাবলড সিডি দিয়ে ট্রাই করলে হয়ে যাবে। ( রিকমেন্ডেড পদ্ধতি- কারন- সাটা মুডে হার্ডিস্ক এর স্পিড বেশি থাকে)
অথবা- বায়োসে ঢুকুন। এটা ঢুকতে হলে ব্র্যান্ড ভেদে ডেল (del) কী অথবা F2 কী প্রেস করতে হবে।
এরপর সাটা মুড এ যেতে হবে। ahci mode টা ডিসেবল দিন। কোন কোন ব্রান্ড এ ahci mode আর IDE মুড শো করে। ওখানে IDE মুড টা সিলেক্ট করে দিন। এরপর F10 কী দিয়ে সেভ করে বের হয়ে আসুন। তারপর আপনার পুরানো XP সিডি দিয়েই যথারিতি সেটাপ দিন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection