« on: January 14, 2012, 07:45:30 PM »
আমাদের অনেকেরই একটা না একটা ওয়েবসাইট আছেই ।কিন্তু আমাদের অনেকেরই নেই পর্যাপ্ত ভিজিটর ।চলুন জেনে নেই কি করে বৃদ্ধি করবেন আপনার সাইটের ভিজিটর ।প্রথমে এখানে প্রবেশ করুন । তারপর রেজিষ্ট্রেশন করুন। ইমেইল ভেরিফিকেশন করুন। লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার একাউন্টে বোনাস পয়েন্ট যোগ হয়ে যাবে। এবার নিচের নীল তীরটি খুজে বেরকরুন। এখানে ক্লিক করে আপনার সাইটের নাম ও এ্যাড্রেস লিখুন। তারপর এ্যাড প্রেস করুন। এবার Allocate বাটনে ক্লিক করলে দেখতে পাবেন লাল রঙ্গে লেখা রয়েছে আপনার একাউন্টে কত পয়েন্ট রয়েছে। প্রতি ১ পয়েন্টের জন্য আপনি ১ টিকরে ভিজিটর পাবেন আপনার সাইটের জন্য। হ্যা যা বলছিলাম Allocate এর খালিঘরে আপনি যত পয়েন্ট প্রদত্ত সাইটটির জন্য বরাদ্দ করতে চান তা দিয়েAllocate বাটনে প্রেস করুন। এখন বাকী থাকল কিভাবে আপনি পয়েন্ট অর্জন করবেন? পয়েন্ট অর্জন করতে Surf বাটনে ক্লিক করুন। ব্যস শুরু হয়ে যাবে অটো সার্ফিং। এবার একে একপাশে রেখে আপনি ঘুমান বা অন্য কাজ করুন কি আশে যায় বিশ্বাস না হলে আমার সাইটেরভিজিটরর কাউন্ট দেখে আসুন ।
Logged