Author Topic: A nice effect photoshop  (Read 3844 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
A nice effect photoshop
« on: January 11, 2012, 04:32:04 AM »
আজ আমি ফটোশপ এর একটি বহুল ব্যাবহৃত এবং অতি জনপ্রিয় blur motion নামক ফিল্টার দিয়ে HIGH SPEED MOTION ইফেক্ট তৈরি করা দেখাব।

বিভিন্ন রেসিং মুভি অথবা গেম এর কভার পোস্টার এ এই HIGH SPEED MOTION ইফেক্ট এর ব্যবহার দেখতে পাই।
তাহলে শুরু করা যাক,

প্রথমে একটি ছবি ফটোশপে ওপেন করুন। আমি যে ছবিটি ব্যাবহার করেছি আপনারা এরকম একটি ছবি ওপেন করুন।.




এবার Magnetic Lasso Tool এর সাহায্যে গাড়ির চারিদিকে একটি সিলেকশন তৈরি করুন। এর পর কি-বোর্ড থেকে (CTRL+SHIFT+I) কমান্ড দিন। নিচের ছবিটির মত একটি আবরন তৈরি হবে।


তারপর মেইন মেনু থেকে Layer>New>Layer via Copy (CTRL+J) সিলেক্ট করুন।






এবার মেইন মেনু থেকে Filter>Blur>motion Blur এ ক্লিক করুন।


Angle “5″ এবং Distance “64″ সেট করে ok দিন।




ব্যাস!!
এই ছবিটিই আমাদের শেষ ফলাফল।


Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection