Author Topic: আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর  (Read 1295 times)

sabuj

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
    • View Profile
আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর


https://www.dolphin.com.bd/

আইফোন উন্মোচন ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে অ্যাপল। আমন্ত্রণপত্রে লেখা, ১৩ অক্টোবর অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এ বছর নতুন চারটি আইফোন আনতে পারে অ্যাপল। এই চার মডেল হলো আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ফাইভজি সুবিধা। আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে। আইফোন বাদেও লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, হোমপড ও হেডফোন থাকবে নতুন পণ্যের তালিকায়।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/08/963397