Author Topic: গেম সাফল্যে দ্বিগুণ মুনাফা  (Read 1693 times)

sabuj

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
    • View Profile

গেম সাফল্যে দ্বিগুণ মুনাফা সনির


করোনা মহামারিতে বিভিন্ন ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও গেম ব্যবসায় সাফল্যে দ্বিগুণ মুনাফা করেছে জাপানি কম্পানি সনি। গতকাল বুধবার এক বিবৃতিতে সনি জানায়, এপ্রিল-সেপ্টেম্বর ছয় মাসে তাদের নেট মুনাফা দ্বিগুণ হয়েছে। জাপানি এই প্রযুক্তি জায়ান্ট আগামী মাসে তাদের নতুন গেম প্লেস্টেশন-৫ কনসোল ছাড়তে যাচ্ছে। আশা করা হচ্ছে, এটিতেও দারুণ সাড়া মিলবে। সনি জানায়, বছরের প্রথম ছয় মাসে তাদের নেট মুনাফা ১০৩.৮ শতাংশ বেড়ে হয়েছে ৬৯২.৮৯ বিলিয়ন ইয়েন (৬.৬৫ বিলিয়ন ডলার)।

Source: https://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2020/10/29/970367