Dolphin.com.bd
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
SMF - Just Installed!
Home
Help
Search
Login
Register
Dolphin.com.bd
»
Computer Tips and Tricks
»
Computer Tips & Tricks
»
Testadiksa recover data deleted
« previous
next »
Print
Pages: [
1
]
Author
Topic: Testadiksa recover data deleted (Read 1307 times)
bbasujon
Administrator
VIP Member
Posts: 1827
I want to show my performance at any where
Testadiksa recover data deleted
«
on:
January 14, 2012, 06:52:48 AM »
বিভিন্ন কারণে দরকারী ফাইল মুছে যেতে পারে। এছাড়াও ড্রাইভ ফরম্যাট হলে বা পার্টিশন ভেঙ্গে গেলে দরকারী ফাইল উদ্ধার করা কষ্টকর হয়ে পরে। মুছে যাওয়া ফাইল উদ্ধার (রিকভার) করার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে টেষ্টডিক্স অন্যতম। টেষ্টডিক্স দ্বারা মুছে যাওয়া ফাইল উদ্ধারের পাশাপাশি ফাইল সিস্টেম, পাটিশন, বুট সেক্টর উদ্ধার করা যায়।
মাত্র ১.৫ মেগাবাইটের মত ফ্রি সফটওয়্যারটি
www.cgsecurity.org
থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটির উইন্ডোজের পাশাপাশি ম্যাক, লিনাক্স এবং ডজ সংস্করণ করেছে। এছাড়াও হিরেনস বুট সিডি, জিপার্টেড লাইভ সিডি, পার্টেড ম্যাজিক ইত্যাদি সিডিতেও সফটওয়্যারটি রয়েছে।
ডাটা উদ্ধারের জন্য সফটওয়্যারটি চালু করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১) Create নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ২) এবার হার্ডডিক্সটি নির্বাচন করে নিচে Proceed নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৪) এবার Analyse নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৫) এখানে আপনার হার্ডডিক্সের সকল পার্টিশনগুলো দেখা যাবে। নিচে Quick Search নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৬) এবার Should TestDisk search for partition created under Vista ? [Y/N] (answer Yes if unsure) ম্যাসেজ আসলে y চাপুন।
ধাপ ৭) এবার আপনি যে ড্রাইভ থেকে ডাটা উদ্ধার করতে চাচ্ছেন সেই ড্রাউভ আপ/ডাউন এ্যারোকী দ্বারা ড্রাইভটি নির্বাচিত করে p চাপুন।
ধাপ ৮) এখন উক্ত ড্রাইভের সকল ফোল্ডারগুলো দেখা যাবে। আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি (উদ্ধার) করে রিমুভাল ড্রাইভে বা অন্য ড্রাইভে রাখতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করে c চাপুন। উক্ত ফোল্ডারের ভিতরে ঢুকতে চাইলে ড্রাইভটি নির্বাচন করে এন্টার বা ডানের এ্যারোকী চাপুন।
ধাপ ৯) এখন আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি করতে চান সেটি কোন লোকেশনে (ড্রাউভে) সেভ হবে তা উপরে দেখাবে। আপনি বাম এ্যারোকী দ্বারা রুট ড্রাইভে আসতে পারেন।
ধাপ ১০) সবশেষে c (অথবা y) চাপুন, তাহলে আপনার নির্বাচিত ড্রাইভে ফাইল বা ফোল্ডারটি কপি হবে। এবং Copy Done মাসেজ দেখাবে।
এভাবে আপনি আরো মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন। ড্রাইভ ফরম্যাট হলে বা পার্টিশন ভেঙ্গে গেলেও একই পদ্ধতিতে ডাটা উদ্ধার করা যাবে। উইন্ডোজ এবং ডস মুডে কমান্ডে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
Logged
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection
Print
Pages: [
1
]
« previous
next »
Dolphin.com.bd
»
Computer Tips and Tricks
»
Computer Tips & Tricks
»
Testadiksa recover data deleted