News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

The wp-content directory on the site, how to keep safe

Started by bbasujon, January 11, 2012, 04:37:10 AM

Previous topic - Next topic

bbasujon

সবাই বলে আমার সাইট নিরাপদ আমিও বলি নিরাপদ।তবে আপনার সাইটের নিরাপত্তার সাথে জড়িত খুটিনাটি কিছু বিষয় থাকে যা জানা সব সাইট এডমিনদের জন্য জরুরী।

যেমন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-content ডিরেক্টরি যদি সবাই একসেস করতে পারে তবে তা আপনার জন্য ক্ষতিকর।কেননা কোন একসময় আপনার ইউজ করা কোন প্লাগিনে বাগ থাকলে আপনার পুরো ডিরেক্টরি খুব সহজেই একসেস করা যাবে।

তাই প্রয়োজন wp-content ডিরেক্টরি সিকিউর রাখা।

যেভাবে বুঝবেন আপনার wp-content ডিরেক্টরি খোলা আছে

ব্রাউজারে টাইপ করুন http://sitename.com/wp-content/uploads/2011/12/

এবার নিচের ছবিটি দেখুন যা দেখাবে।




যদি এই রকম দেখায় তবে বুঝতে হবে আপনার wp-content ডিরেক্টরি সবাই একসেস করতে পারে।

এবার এটি যেভাবে বন্ধ করবেন

নিচের ছবি দেখে নিন

প্রথমে নিজের সার্ভারে/সি প্যানেলে লগিন করুন এবার নিচের ছবিতে দেখানো অপশনে প্রবেশ করুন



আপনাকে index manager এ প্রবেশ করতে হবে

এবার আপনি Web Root (public_html/www) সিলেক্ট করে Go বাটনে ক্লিক করে প্রবেশ করুন।

এবার যা দেখতে পাবেন।




এবার আপনি wp-content এ ক্লিক করেন



এখন No Indexing  এ ক্লিক করেন এবার কাজ শেষ।

এবার আবার http://sitename.com/wp-content/uploads/2011/12/

ব্রাউজ করে দেখুন আর আগের মত দেখাবে না


Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection