Author Topic: Create your own video channel (for cable TV operators)  (Read 3080 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Create your own video channel (for cable TV operators)
« on: January 14, 2012, 08:15:35 PM »
আপনি যদি একজন ক্যাবল টিভি অপারেটর হন তাহলে অবশ্যই আপনার কন্ট্রলরুম থেকে ভি, সি, ডি প্লোয়ারের মাধ্যমে আলাদা একটি ভিডিও চ্যানেল প্রচার করেন। এখন আমরা দেখবো কিভাবে কম্পিউটার এর মাধ্যমে আপনার এই ভিডিও চ্যানেলটি কে আর সুন্দর করে সম্প্রচার করতে পারেন। পাশাপাশি কিভাবে বিজ্ঞাপন প্রচার করার নিয়ম । তো চলুন দেখেনেই একটি অটোমোডেড ভিডিও চ্যানেল কিভাবে প্রচার করবেন আপনার ক্যাবল টিভি নেটওয়ার্কে। যে সব উপকরণ লাগাবে

হার্ডওয়্যার-

    কম্পিউটার যার থাকবে সর্বনিন্ন Dual Core processor, 1G RAM, 250 GB HDD.
    AGP card with TV output দুই ধরনের AGP কার্ড আপনি ব্যবহার করতে পারেন-




এছাড়া বাজারে VGA to AV/S-Vodeo converter পাওয়া যার যা আপনি কম্পিউটার থেকে মডুল্যাটরে ভিডিও Input এর জন্য ব্যবহার করতে পারেন। এটি দেখতে এমন হতেপারে


VGA Converter

    Sound card আপনি চাইলে মাদারবোর্ডে সাথে বিল্টইন Sound card -ই ব্যবহার করতেপারেন বা আলাদা লাগিয়ে নিতে পারেন। কম্পিউটার থেকে মডুল্যাটরে সাউন্ড নিতে আপনি Audio to AV ক্যাবল ব্যবহার করবেন। যা দেখতে এরকম হতেপারে



মডুল্যাটর - আপনার ডিস কন্ট্রলরুমে যে মডুল্যাটর রয়েছে সেটিই আপনি ব্যবহার করতে পারবেন। তবে স ফিল্টার সহ মডুল্যাটর হলে ভালো ভিডিও কোয়ালিটি পাবেন।




Cable TV Modulator

সফট্‌ওয়্যার-

    আপারেটিং সিস্টেম - Windows XP or Windows7
    A/V Broadcast System for Cable TV এইটিই আপনার চ্যানেলের জন্য মূল ব্রডকাস্ট সফট্‌ওয়্যার। যার সাহায্যে আপনার চ্যানেলের সম্প্রচার নিমন্ত্রণ হবে। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে। সফট্‌ওয়্যারটির ডোম আপনারা www.skytouch-software.com থেকে ডাইনলোড করতে পারবেন।





Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection