News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

জেনে নিন মোবাইলের নতুন নতুন ভাইরাস ও মালওয়

Started by bbasujon, January 18, 2012, 07:17:06 AM

Previous topic - Next topic

bbasujon

আমরা কমবেশি সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন মোবাইলের সুরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করি। এর ফলে প্রায় বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীই আক্রান্ত হয় বিভিন্ন প্রকার ভাইরাসে। যা মোবাইলে মারাত্বক ধরণের ক্ষতি সাধন করতে পারে। মোবাইলের ভাইরাসগুলি সাধারণত বিভিন্ন এ্যাপ্লিকেশন, ব্ল্রটুথ, ওয়াইফাই ইত্যাদি থেকে আসে। মোবাইলের সুরক্ষার জন্য আপনি বাজারে অনেক এন্টিভাইরাস পাবেন কিন্তু এই ভাইরাসগুলি প্রতিনিয়ত আপডেট হয় তাই নতুন নতুন পদ্ধতিতে আপনার মোবাইলকে আক্রান্ত করতে পারে।

সবগুলি ভাইরাস/মালওয়্যারের সাথে পরিচিত হওয়ার আগে পরিচিত হয়ে নিন সবচেয়ে দুর্দান্ত কয়েকটির সাথেঃ

Cabir: এটি ভয়ংকর একটি ভাইরাস। এটি মূলত সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলগুলিতে আক্রমন করে। এটি আক্রমন করলে মোবাইল চালু হওয়ার সময় প্রত্যেকবার 'Caribe' ম্যাসেজটি সো করে। এরপর এটি মোবাইলের ব্লুটুথ দিয়ে অন্যান্য মোবাইলে ছড়ায়।
Duts: এই ভাইরাসটিকে জোঁক এর সাথে তুলনা করা যায়। কারণ এটি ইন্সটল করা এ্যাপ্লিকেশনগুলির ডাইরেক্টরিতে থাকা EXE ফাইলগুলির সাইজ চার মেগাবাইটের উর্দ্ধে বানিয়ে দেয়।
Skulls: এটি মূলত একটি Trojan Horse। এই ভাইরাসে মোবাইল আক্রান্ত হলে মোবাইলের Menu/HomeScreen এর আইকোনগুলির ইমেজগুলি পরিবর্তিত হয়ে একটি মাথার খুলির আইকোন হয়ে যায়। কখনো কখনো আবার এটি মোবাইলের সব এ্যাপ্লিকেশনকেও সংক্রামিত করতে পারে। নিচে এই ভাইরাসের একটি স্কিনশর্ট দিলাম। দেখেন এটি কেমন ভয়ংকর

Commwarrior: এই ভাইরাসটি MMS টাইপ করে ব্লাটুথ দিয়ে অন্যান্য মোবাইলে সংক্রামিত করে। বেশিরভাগ এটি নোকিয়ার সিমবিয়ান সিরিজ 60 এর V3 Edition, V5 Edition, Symbian^3 এর সেটগুলিকে আক্রান্ত করে। Commwarrior একটি executable (EXE) worm ফাইল। এটি আক্রান্ত হওয়ার সাথে সাথে মোবাইলের ব্লুটুথ ব্যবহার করে বিভিন্ন রকমের সংক্রামিত ফাইল ভিন্ন ভিন্ন নামে অন্য মোবাইলে প্রেরণ করে।

তাই এইসব ভাইরাস থেকে বাচতে হলে। প্রয়োজন ছাড়া আপনার মোবাইলের ব্লুটুথ, WiFi ইত্যাদি বন্ধ রাখুন।

উপরোক্ত কয়েকটি মারাত্বক ভাইরাস ছাড়াও নিচের তালিকাটি থেকে দেখে নিতে পারেন মোবাইলের ভাইরাস/মালওয়্যারগুলির ধরণ-
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection