Author Topic: মাইকম্পিউটার দ্রুত ওপেন করাঃ  (Read 2897 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
মাইকম্পিউটার দ্রুত ওপেন করাঃ
আমরা যখন মাই কম্পিউটার ওপেন করি তখন স্বয়ংক্রিয়ভাবেই পিসি ড্রাইভ , নেটওয়ার্ক ও প্রিন্টার সার্চ করে । ফলে কিছুটা সময় নেয় । নিচের পদক্ষেপ গ্রহন করে এই সময় বাচাতে পারেনঃ
My Computer > Tools > Folder options > View > Automatically search Network Folder & Printer ( uncheck it )
অপারেটিং সিস্টেমকে দ্রুত বুট করুনঃ
পিসি বুট হওয়ার পর উইন্ডোজ এক্সপি স্ক্রিন লোডিং হতে অনেক সময় নেয় । আপনি স্ক্রিন লোডিং দ্রুত করতে Run > Msconfig > boot.ini ট্যাবে ক্লিক করুন > noguiboot অপশনটি চেক করে বের হয়ে আসুন । এবার Restart দিন ।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection