News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

HTML coding of some of the tags used

Started by bbasujon, January 11, 2012, 07:07:19 AM

Previous topic - Next topic

bbasujon

HTML কোডিং এর বেশ কিছু প্রয়োজনীয় ট্যাগের ব্যবহার

এখানে HTML এর বেশ কিছু ট্যাগের ব্যবহারপদ্ধতি আলোচনা করা হলো। বিশেষ করে সিএসএস ফাইল কলকরা, সার্চইঞ্জিনের মেটা ও হেড অংশের আরও কিছু ট্যাগের ব্যবহার দেখবো।
ডকটাইপ

এইচটিএমএল ফাইল ব্রাউজারে লোড হলে ডকটাইপ সহজেই ইন্টারপ্রেট করতে পারে। আর তাই ডকটাইপ দরকারী।

<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
"http://www.w3.org/TR/html4/loose.dtd">
সিএসএস নিয়ে কাজ করা

সিএসএস তিনভাবে প্রকাশ করা যায়

১. বাইরের সিএসএস ফাইল কল করার মাধ্যমে
২. স্টাইল উল্লেখ করে তার ভেতরে কোড লিখে
৩. লাইনে লাইনে
১. বাইরের সিএসএস ফাইল কল করার মাধ্যমে

যে কোন নোট প্যাডে সিএসএস কোড লিখে তা .css ফরমেটে সেভ করতে হবে
মনে করি একটি সিএসএস ফাইল mystyle.css । mystyle.css ফাইলে নিচের কোড আছে

hr {color:sienna;}
p {margin-left:20px;}
body {background-image:url("images/back40.gif");}

এই ফাইলটি কল করার জন্য নিচের html কোড লিখতে হবে।

<head>
<link rel="stylesheet" type="text/css" href="mystyle.css" />
</head>

যেখানে অনেকগুলো পাতার জন্য স্টাইল লিখতে হবে সেখানে বাইরের সিএসএস ফাইল কল করার মাধ্যমে কাজ করাই সুবিধাজনক
২. HTMLফইলে স্টাইল উল্লেখ করে তার ভেতরে কোড লিখে

একই পাতার জন্য স্টাইল ব্যবহার করার ক্ষেত্রে HTMLফইলেই CSS কোড লেখা যায়। <style type="text/css"> ... </style> এর মধ্যে CSS কোড লিখতে হয়। নিচের প্রোগ্রামটি দেখুন।

<head>
<style type="text/css">
hr {color:sienna;}
p {margin-left:20px;}
body {background-image:url("images/back40.gif");}
</style>
</head>
৩. লাইনে লাইনে সিএসএস কোড লিখে

নিচের মতোও লাইনে লাইনে সিএসএস কোড লিখে কাজ করার যায়। তবে এটাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে।
<p style="color:sienna;margin-left:20px">This is a paragraph.</p>
টাইটেল <title> ট্যাগ

টাইটেল ট্যাগের অংশের টেক্সট পাতাটির টাইটেলবারে প্রকাশ করা হয়। অনেক সময় বুকমার্ক বা ফেবারিট করলেও টাইটেল ট্যাগের টেক্সটটি যুক্ত হয়ে যায়। আবার সার্চ ইঞ্জিগুলোও পাতাটি ইনডেক্স করলে টাইটেল টেক্সটটাকেই দেখায়। গুগলসহ বেশিভাগ সার্চ ইঞ্জিন একটা নিদিষ্ট সংখ্যক শব্দ টাইটেল টেক্সটে দেখায়।

এই ট্যাগটি <head></head> ভিতরে লিখতে হয়।
মেটা ট্যাগ

<meta> ট্যাগের ভেতরের অংশ পৃষ্ঠায় প্রদর্শিত হয় না। কিন্তু বিভিন্নভাবে ওয়েবে ব্যবহৃত হতে পারে। মেটা ট্যাগের মাধ্যমে পৃষ্ঠার বর্ননা, লেখকের নাম বা সার্চইঞ্জিনের বান্ধব কীওয়ার্ডও দেওয়া হতে পারে।

সব সময়ই মেটা ট্যাগ <head></head> ভিতরে লিখতে হয়।

মেটা ট্যাগ লেখার নিয়ম মূলতঃ এরকম

    <meta name="description" content="Free Web tutorials on HTML, CSS, XML" />

    <meta name="keywords" content="HTML, CSS, XML" />

অনেক ওয়েবমাষ্টাররা মেটা ট্যাগে অনেক সময় স্প্যামিং এর উদ্দেশ্যও সম্পর্কহীন শব্দ ব্যবহার করে বেড়ায় তাই দিন দিন এই কীওয়ার্ড থেকে সরে যেতে চাইছে অনেক সার্চ ইঞ্জিনগুলো।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection