Author Topic: USB to install Windows Vista / 7  (Read 3967 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
USB to install Windows Vista / 7
« on: January 14, 2012, 03:30:21 PM »
অনেকেই জানেন, পেনড্রাইভ (বা যেকোন ইউএসবি এক্সটার্নাল ড্রাইভ) বুটেবল উইন্ডোজ ইনস্টলার হিসেবে ব্যবহার করা যায়।
ইউএসবি থেকে ইনস্টল করতে খুব কম সময় লাগে। যেমন, আমার ল্যাপীতে ডিভিডি থেকে ৭ ইনস্টল করতে প্রায় ৪০ মিনিট লাগে, কিন্তু ইউএসবি থেকে মাত্র ১৫-২০ মিনিটেই হয়ে যায়!

সিদ্দিকা কবীর'স রান্না খাদ্য ভিস্তা (উইন্ডোজ এডিশন)

উপকরণ
১। একটি পেনড্রাইভ :rolleyes: মিনিমাম ৪ গিগা ক্যাপাসিটি লাগবে
২। উইন্ডোজ ভিস্তা/৭-এর "ঝেনুইন" ডিভিডি - হায়রে বাংগালী ;)

পদ্ধতি
১। প্রথমেই পেনড্রাইভটি ঝেড়ে মুছে সকেটে লাগান।

২। স্টার্ট মেনুর সার্চ বক্সে cmd লিখে Ctrl+ Shift+ Enter মারুন, অথবা Start menu > All programs > Accessories তে গিয়ে Command Prompt-এ রাইট ক্লিক করে "Run as administrator" করুন

৩। ইউএসবি বুটিং করার আগে ইউএসবি ড্রাইভের ডিস্ক নম্বর জানতে হবে। এজন্য diskpart কমান্ড দিয়ে diskpart প্রোগ্রামে ঢুকুন। এবার LIST DISK কমান্ড দিন - এখানে খুজে দেখুন আপনার পেনড্রাইভটির ডিস্ক নাম্বার কত। ধরে নিচ্ছি ইউএসবি আছে Disk 1-এ।

৪। এখন নীচের কমান্ডগুলো একটার পর একটা দিতে থাকুন:

কোড: সব গুলো নির্বাচন করুন
    SELECT DISK 1
    CLEAN
    CREATE PARTITION PRIMARY
    SELECT PARTITION 1
    ACTIVE
    FORMAT FS=NTFS
    ASSIGN
    EXIT


উপরের কমান্ডগুলো DISK 1-এর জন্য, আপনার ইউএসবি অন্য কোন ডিস্কে থাকলে সেই অনুসারে বদলান। আমরা এখানে NTFS পার্টিশন তৈরী করছি, আপনি চাইলে format fs=fat32 কমান্ড দিয়ে fat32 পার্টিশনও বানাতে পারেন।

৫। এবার ৭/ভিস্তার ডিভিডি ঢোকান। ধরি আপনার ডিভিডি ড্রাইভ D:।

কোড: সব গুলো নির্বাচন করুন
    D:
    CD BOOT


অর্থাৎ আমরা উইন্ডোজ ইনস্টলার ডিভিডির BOOT নামক ফোল্ডারে ঢুকলাম, এখানে BOOTSECT.EXE নামে একটি প্রোগ্রাম পাবেন।
এবার...

কোড: সব গুলো নির্বাচন করুন
    BOOTSECT.EXE /NT60 E:


* এখানে ধরে নিচ্ছি আমাদের পেনড্রাইভটি হলো E: ড্রাইভ।

৬। এবার উইন্ডোজের ডিভিডি থেকে সব ফাইল পেনড্রাইভের নতুন পার্টিশনে কপি করুন।
যেসব উইন্ডোজ ব্যবহারকারী ভাইবোনদের কমান্ড লাইন দেখলে জ্বর ওঠে না ;), তাঁরা এক কমান্ডেই কাজ সারতে পারেন:

কোড: সব গুলো নির্বাচন করুন
    xcopy d:\*.* /s /e /f e:\



৭। এবার রি-বুট করুন এবং খেল দেখুন! (y)
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection