গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুটি দুই ধরনের কার্যক্রম। দুটিতেই আলাদা আলাদা পদ্ধতি এবং দক্ষতা দরকার। তারপরেও ওয়েবে গ্রাফিক্সের ব্যবহার আকাঁশ ছোয়া। আজকালকার বাজারে এমনকোন ওয়েব সাইট নেই য়েখানে গ্রাফিক্স এর ব্যবহার হয় না। কিন্তু ওয়েবে গ্রাফিক্স এর ফাইল ফরমেট এবং শুধুমাত্র গ্রাফিক্সের কাজেই গ্রাফিক্সের ফাইল ফরমেটের ব্যপক পার্থক্য পরিলক্ষিত হয়।
উদাহরণ স্বরুপ বলা চলে, আপনি যদি ওয়েবের জন্য একটি গ্রাফিক্স ব্যনার করেন তবে সেটিকে .jpg, .gif অথবা .png রাস্টার মুডে সেভ করবেন। আর যদি তা প্রিন্ট মিডিয়ার জন্য হয় তবে .eps, .ai(ইলাস্ট্রেটর ফরমেট) ভেক্টর মুডে সেভ করবেন।
শুধু কি ফাইল ফরমেটই সব কিছু? না, একজন আদর্শ ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে সঠিক ফাইল ফরমেটের সাথে ফাইল সাইজের ব্যাপারটিও মাথায় রাখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যাতে সর্বনিম্ন সাইজে আপনি একটি সু্ন্দর গ্রাফিক্স পেতে পারেন। আবার অত্যাধিক সাইজ কমাতে যেয়ে গ্রাফিক্সে মানের কথা ভুলে যাবেন তা করলেও চলবে না। তাই একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে লক্ষ রাখতে হবে যাতে আপনার সার্ভারে গ্রাফিক্স রিকোয়েস্ট কম পড়ে। এক্ষেত্রে গ্রাফিক্সের রিকোয়েস্ট কমাতে আপরি সিএসএস ইমেজ স্প্রীট ব্যবহার করতে পারেন।
এখন দেখুন বাই ডিফল্ট ফটোশপ আপনি কিছু টিপস ব্যবহার করে ওয়েবের জন্য অনেক সহজেই ফাইল সেভ করতে পারবেন। অনেকেই জানেন এসব, তবে যারা একদম নতুন তাদের বলছি…