A bad image to the right with a small software

Started by bbasujon, February 17, 2012, 08:52:27 AM

Previous topic - Next topic

bbasujon

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, একটি সহায়ক কাজের সফট। যারা ফটোশপে কাজ করতে অনীহা প্রকাশ করেন কিংবা অত সহজ ভাবে ফটোশপকে মেনে নিতে পারেন না। তাদের জন্য নিয়ে এলাম খুব তাড়াতাড়ি একটি ছবিকে মনের মত করে সম্পাদনা করার সহজ সফট। যার নাম Photo Cleaner Pro v3.4.0.0391 মাত্র ৪.৪১ মেগাবাইট। হ্যাঁ বন্ধুরা এটি দিয়ে আপনি খুব সহজে আপনার ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইলে তোলা ছবির ত্রুটি মুক্ত করে নিতে পারেন। প্রথমে সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করার পর জিপ ফাইলটি Extract করুন। তার পূর্বে আপনার অপারেটিং সিস্টেমের এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট অফ করে রাখুন। কারন হয়তো এ্যান্টিভাইরাস টি ক্র্যাক এর প্যাচ ফাইল কে ভাইরাস মনে করে তা ডিলেট করে দিতে পারে। Extract করার পর আপনি দুইটি ফাইল পাবেন একটি PhotoCleanerPro_Trial_Install.exe নামের ও অপরটি Crack নামের। প্রথমে PhotoCleanerPro_Trial_Install.exe তে ডাবল ক্লিক করে ইন্সটল করুন এবং পরে Crack ফাইলের প্যাচ কিগান এ ডাবল ক্লিক করুন। এবার আপনি এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট চালু করে দিতে পারেন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন এ পাবেন PhotoCleaner নামের আইকন। ব্যবহার করে দেখুন কত কাজের সফটওয়্যার এটি।
ডাউনলোড লিঙ্ক
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection