অফিস প্রোগ্রাম এর এক্সেলে আমার অনেক গুলো কলাম আছে এবং কাজটা যদি কয়েকটা পেজ জুরে হয় এবং আমি চাচ্ছি যখন আমি প্রিন্ট দেব তখন যেন প্রতিটি কলাম প্রতি পেজের প্রথমে আসে। যেমন উদাহরন স্বরুপ : আমার কলাম -
১. ক্রমিক নং,২. নাম, ৩. পদবী, ৪.মোবাইল নম্বর, ৫. ঠিকানা, ৬. মন্তব্য
এই ৬টা কলাম এর নিচে অনেক গুলো রো আছে এবং আমি যখন প্রিন্ট দেব তখন এই ৬টা কলাম প্রতি পেজে সো করবো কি করে?
অথবা, আমার কোম্পানীর নাম। যেমন:
কোম্পানীর নাম: -----------------
ঠিকানা: -------------------------
মাস: ---------------------------
বছর : -------------------------
১. ক্রমিক নং,২. নাম, ৩. পদবী, ৪.মোবাইল নম্বর, ৫. ঠিকানা, ৬. মন্তব্য
এটা যদি আমি প্রতি পেজে প্রিন্ট দেবার সময় দেখতে চাই তাহলে কি করতে হবে?