News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

মেমোরি চিপের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ইন্

Started by sabuj, October 21, 2020, 12:24:27 PM

Previous topic - Next topic

sabuj


মেমোরি চিপের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ইন্টেল


মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের মেমোরি চিপের ব্যবসা বিক্রি করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের কাছে। এ জন্য হাইনিক্সকে খরচ করতে হবে ৯০০ কোটি ডলার। এর ফলে এই প্রতিষ্ঠান হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা। এই ব্যাবসায়িক চুক্তি সফল হলে ইন্টেলের ন্যান্ড মেমোরি চিপ ব্যবসা এবং এর সংশ্লিষ্ট উৎপাদন ও ডিজাইন পেটেন্টেরও মালিক হবে হাইনিক্স। পাশাপাশি চীনে থাকা ইন্টেলের চিপ তৈরি কারখানাগুলোরও মালিক হবে তারা। চুক্তিটি এমন এক সময় হলো, যখন ইন্টেল স্বীকার করেছে যে তারা পরবর্তী প্রজন্মের চিপ উৎপাদন করতে বেশ ঝামেলা পোহাচ্ছে। জুলাইয়ে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছিল, ৭ ন্যানোমিটার চিপের উৎপাদন করতে তাদের ২০২২ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্যদিকে ইন্টেলের দুই প্রতিদ্বন্ধী তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএম এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এরই মধ্যে সফলভাবে চিপ উৎপাদন ও বিক্রি করে যাচ্ছে।

সূত্র : সিএনএন