প্রথম সন্তান হবার এক বছরের মধ্যেই যদি আপনি দ্বিতীয় সন্তান লাভ করতে চান তা আপনাকে শারীরিক ভাবে দূর্বল করার পাশাপাশি আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেবে৷ কিছুদিন আগেই লন্ডনে এক গবেষণাতে তা প্রমানিত হয়েছে৷
এক্ষেত্রে গবেষকরা 30,000 মহিলাকে নিয়ে গবেষণা করেছিলেন৷ তাতে বেশীরভাগ মহিলাই যারা প্রথম সন্তান লাভের 12 মাসের মধ্যে আবার মা হয়েছেন তারাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন৷ তবে এর পিছনে কি কারণ রযেছে? গবেষকরা তা স্পষ্ট না জানালেও তারা অনুমাণ করছেন হরমোন গঠিত কারণেই জন্য এতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়৷
অপরদিকে গবেষকদের মতে যে সব মহিলাদের ওজন বেশী থাকে বা যে সব মহিলারা শিশুকে স্তন পান করান না তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী থাকে৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
সোমবার, 14 সেপ্টেম্বর 2009