উইন্ডোজ সেভেন এ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড

Started by bbasujon, January 10, 2012, 08:08:45 AM

Previous topic - Next topic

bbasujon

প্রথমে আপনার ডিভিডি রোম এ উইন্ডোজ এর সিডি প্রবেশ করান। তারপর নিচের মত দেখতে পাবেন "Press any key to boot from CD or DVD"।



তারপর আপনার সিডি ইন্সটল শুরু হয়ে যাবে। সময়, ভাষা, ইত্যাদি সিলেক্ট করে "Next" এ ক্লিক করেন।



তারপর নিচের ছবির মত "Repair your Computer" সিলেক্ট করেন।



তারপর যেই অপারেটিং সিস্টেম আপনি ঠিক করতে চান সেটা নির্বাচন করেন। নিচের ছবির মত করে।



এখন সিষ্টেম রিষ্টোর লিঙ্ক এ


ক্লিক করুন ছবির মত। তারপর একটি যে তারিখে আপনার পাসওয়ার্ড হারিয়েছেন তা নির্বাচন করে নিশ্চিত হয়ে নিন। তারপর রিস্টার্ট দিন। ব্যাস কাজ শেষ। ছবি দেখুন।

যদি আপনার কাছে উইন্ডোজ ৭ এর সিডি না থাকে তাহলে "Advanced Boot Option" এ গিয়ে "Repair your computer" নির্বাচন করুন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection