Author Topic: Blag site of the most popular and beautiful world hero tips  (Read 3659 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Blag site of the most popular and beautiful world hero tips
« on: January 14, 2012, 03:13:32 PM »
নেভিগেশন

    ১. খুব দ্রুত বিভিন্ন পেজে যাওয়ার জন্য নেভিগেশন খুবই গুরুত্বপূর্ণ।
    ২. এক রকম পোস্ট : কোন ভিজিটরকে আপনার সাইটে বেশিক্ষন রাখতে পারে একই রকম পোস্টের একটি তালিকা । রিলেটেড পোস্ট প্লাগইনটি ইন্সল করে নিতে পারেন।
    ৩. ব্রেডকাম্ব: সাইটের কোথায় বিচরন করছেন তা ব্রেডকাম্ব বলে দেয়। যেমন Home-> Photoshop->Effect
    ৪. কয়েকটি পেজে একটি পোস্ট ভাগ করে করে দিন: ভাগ করে দিলে (১) পেজ দ্রুত লোড হয় (২) পড়তে সুবিধা হয় (৩) SEO ভাল
    ৫. বিভাগ আইকন: প্রতিটি বিভাগের আলাদা আলাদা আইকন সাইটকে আরও আকর্ষনীয় করতে পারে। ভিজিটর খুব সহজেই বুঝতে পারে সে কোন বিভাগে আছে।

ডিজাইন

    ৬. সুন্দর সাইডবার: খুবই মান সম্পন্ন সাইডবার ও বিভিন্ন পেজের জন্য আলাদা আলাদা সাইডবার করা ভাল।
    ৭. বিজ্ঞাপন তুলে নিন: পোস্টের মাঝে ও বিভিন্ন অবস্থানে বিজ্ঞাপন ভিজিটরদের পরতে অসুবিধা করে। তারা বুঝতে পারে না কোনটি পোস্ট আর কোনটি বিজ্ঞাপন ভিজিটর হারাতে না চাইলে বিজ্ঞাপন তুলে দিন বা নিদিস্ট দূরত্ব বজায় রেখে এমন ভাবে বিজ্ঞাপন দিন
    ৮. যাতে ভিজিটর বুঝতে পারে এটি বিজ্ঞাপন ।
    ৯. সাবক্রাইব: সুন্দর ও ব্যতিক্রম ধর্মী সাবক্রাইব আইকন ব্যবহার করুন । ই-মেইল সাবক্রাইবের ব্যবস্থা রাখুন। ১০. ছবি: ছবি দিন সুন্দর ভাবে । ছবির বর্ননা দিন । বামে বা ডানে মাঝারী ধরনের ছবিই ভাল ।
    ১১. মতামত নম্বর: মতামত নম্বর যুক্ত করুন আলাপ আলোচনার রেফারেন্সে এটি ভাল।
    ১২. লেখকের মতামত লেখকের মতামতকে একটু ভিন্ন ভাবে প্রকাশ হতে হবে যাতে পাঠক বুঝতে পারে।

পারফমেন্স

    ১৩. ছবি কমিয়ে দিন: প্রথমপাতা দ্রুত লোড হওয়ার সবচেয়ে বড় বাধা অধিক পরিমান ছবি। প্রথম পাতা ছোট সাইজের ছবি ব্যবহার করুন।
    ১৪. বড়পোস্ট ছোট করুন: বড় পোস্ট ছোট অংশে ভাগ করুন।
    ১৫. অপ্রয়েআজনীয় প্লাগইন ইনএকটিভ: অধিক প্লাগিন আপনার সাইটলোড হতে বেশি সময় নিতে পারে তা কমিয়ে দিন।
    ১৬. সুপার ক্যাশ প্লাগইন: সুপার ক্যাশ প্লাগইন আপনার সাইট লোডের সময় অনেক কমিয়ে দিবে । সুপার ক্যাশ সাইটের html কোড তৈরি করে ফলে ডাটাবেজ থেকে call করার সময় বাঁচিয়ে দেয়।
    ১৭. ডায়নামিক কনটেন্ট কমিয়ে দিন: আপনার থিমের এর হেডার ও ও ফুটারের ডায়নামিক কনটেন্ট কমিয়ে দিন।
    ১৮. php-speedyg: ব্যবহার করুন। এটি cssও js ফাইল কম্প্রেশ করে সারভারে লোডকরে তাই দ্রুত কাজ করে।

নিরাপত্তা

    ১৯. আপগ্রেড করা: ওয়ার্ডপ্রেস আপগ্রেড করুন এবং হেডার থেকে ভাশর্ন মুছে দিন যাতে হ্যাকার ধরতে নাপারে আপনি কোন ভার্শন ব্যবহার করছেন।
    ২০. config.php ফাইল সম্পাদন: ডাটাবেজে wp_ সাফিক্স ব্যবহার না করা।
    ২১. ডিফল্ট ইউজারনেম ব্যবহার নাকরা: admin ইউজারনেম ব্যবহার না করে ভিন্ন একটি ইঊজারবানিয়ে তাকে admin এর ক্ষমতা দিয়ে দিন । admin ইউজার মুছে দিন।
    ২২. ব্যাকআপ: ডাটাবেজ ব্যাকআপ রাখুন নিয়মিত।
    ২৩. login lockdown প্লাগইন:এ প্লাগইন ব্যবহার করলে কেউ পাঁচ মিনিটের মধ্যে তিনবার ভুল পাসওয়ার্ড দিলে ১ ঘন্টার জন্য তার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস লগইন করা যাবে না।

SEO

    ২৪. SEO টাইটেল ট্যাগ: এই প্লাগইনটি ব্যবহার করুন।
    ২৫.feedburner প্লাগিন: FEEDBURNER একটি একাঊন্ট খুলে আপনার সাইটের ফিড বার্ন করুন । প্রচার করুন। বিভিন্ন RSS ফিড সাবমিট।
    ২৬.google সাইটম্যাপ: google এর সাইট ম্যাপ বানিয়ে নিন।
    ২৭. site Permalink: সাইটের পার্মালিংক category/PostName.html ব্যবহার করুন।
    ২৮. রিডাইরেকশন: রিডাইরেকশন প্লাগইনের মাধ্যমে পুরাতন url থেকে নতুন url এ রিডাইরেক্ট করতে পারেন।
    ২৯. ছবি: ছবিতে Alt ট্যাগ ব্যবহার করুন।
    ৩০. বড় করে পোস্ট দিন: ৪০০+ শব্দ এবং সর্বোচ্চ ২৫০০ শব্দের মধ্যে পোস্ট দিন।

অন্যান্য:

    ৩১. সুন্দরভাবে অনুসন্ধানের ফলাফল দেখান। পৃষ্ঠা নম্বর উল্লেখ করুন।
    ৩২. বিভাগানুসারে সার্চের ব্যবস্থা করুন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection