Author Topic: Windows 8 beta version coming in at 29 February  (Read 3919 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Windows 8 beta version coming in at 29 February
« on: February 15, 2012, 07:09:25 AM »
২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বা বেটা সংস্করণ আনছে মাইক্রোসফট।
 স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনুষ্ঠিতব্য ‘উইন্ডোজ কনজ্যুমার প্রিভিউ’ নামের একটি অনুষ্ঠানে উইন্ডোজের সর্বশেষ অপারেটিং সিস্টেমটির ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট আয়োজিত অনুষ্ঠানটিতে উইন্ডোজের নতুন সংস্করণটি সম্পর্কে আরো তথ্য দেবার কথা জানিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাতে টিওআই জানিয়েছে, বেটা সংস্করণে উইন্ডোজের জন্য ‘অ্যাপ স্টোর’ চালু করতে পারে মাইক্রোসফট।
২০১১ সালের ১৩ সেপ্টেম্বর বিল্ড ডেভেলপার্স কনফারেন্সে উইন্ডোজ ৮ বিষয়ে তথ্য দিয়েছিলেন উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি।
সে অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ বাজারে ছাড়ার তথ্য জানিয়েছিলেন তিনি। এ ছাড়াও উইন্ডোজ ৮-এর ফিচার হিসেবে অ্যাপ স্টোরের তথ্যও জানিয়েছিলেন।
ট্যাবলেট, মোবাইল এবং কম্পিউটারের জন্য তৈরি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ফিচার হিসেবে উইন্ডোজ অ্যাপ স্টোর’ গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোরের মতোই কাজ করবে।
তথ্যসুত্রঃ প্রথম-আলো
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection