Author Topic: Windows এর অধিকতর নিরাপত্তা প্রদান করুন  (Read 2524 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Windows এর অধিকতর নিরাপত্তা প্রদান করুন
Windows এর Unathorised Access নিয়ন্ত্রন করার জন্য সাধারনত Username & Password ব্যবহার করা হয়। কিন্তু এই নিরাপত্তা আরও বাড়ানো যায়। Logon Screen আসার আগেই আপনি আরেকটি Password set করতে পারেন। এর জণ্য নিম্নের ধাপগুলো অনুসরন করুন-
1) Start থেকে Run এ Click করুন
2) লিখুন syskey এরপর এন্টার চাপুন
3) যে Window আসবে তার Update এ Click করুন
4) Password Startup এ Click করুন
5) আপনার Password টি লিখুন এবং Confirm করুন। OK তে Click করুন
6) এখন PC Restart করে দেখুন Logon Screen আসার আগেই Password চাচ্ছে
Password Disable করার জন্য উপরের ধাপগুলো অনুসরন করুন। 4 নং ধাপে এসে System Generated Password এ Click করুন, এরপর Store Startup Key Locally তে Click করুন। এর পরের Window তে বর্তমান Password টি লিখে OK তে Click করুন। তাহলেই Password Disable হয়ে যাবে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection