Author Topic: ডিভাইস ড্রাইভার-১, ২, ৩  (Read 9480 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
ডিভাইস ড্রাইভার-১, ২, ৩
« on: January 09, 2012, 09:42:34 PM »
এখানে ডিভাইস ড্রাইভার সর্ম্পকে জানবো এবং দেখবো কিভাবে এটি নিয়ে আমরা কাজ করতে পারি

আসনু প্রথমে জেনে নেওয়া যাক ভিভাইস কি?

কম্পিউটারে যন্ত্রাংশ কে ডিভাইস বলা হয়। যেসন, সাউন্ড কাড, ল্যান কাড। এটি আলাদা ভাবে থাকতে পারে, আবার আপনার মাদারবোর্ড এর সাথে ইন্টিগ্রেড অবস্থায়ও থাকতে পারে। একটি মাদারবোর্ড কিন্তু অনেক গুলো ভিভাইস এর সমষ্টি ছাড়া আর কিছুই নয়।

ড্রাইভার কি?

ড্রাইভার হল একটি প্রোগ্রাম যার দ্বারা ভিভাইসকে নিয়ন্ত্রণ করা হয়। সহজ কথায় বলতে গেলে যে সমস্ত নিদের্শমালার সমষ্টি দিয়ে ভিভাইকে চালানো হয় , তাই হল ড্রাইভার। ড্রাইভার ছাড়া ভিভাইসকে চালানো যায় না, তাই প্রতিটি ডিভাইস এর জন্য তার একটা চালাক প্রোগ্রাম থাকা দরকার। আজ কাল অপারেটিং সিসটেম এর সাথে অধিকাংশ ড্রাইভারই বিল্ট ইন থাকে, ফলে স্বয়ক্রিয়ভাবে ভিভাইস গুলো সক্রিয় হয়ে যায়।


কি করে বুঝবো আমার কম্পিউটারে কি কি ভিভাইস আছে?

এটা বুঝার জন্য আপনাকে ডিভাইস ম্যনাজার অপেন করতে হবে।

    কন্টোল প্যানলে এ আসনু।( start>control panel এ ক্লিক করুন)।
    এবার ডিভাইস ম্যানাজার চালু করুন (ভিস্তায় system অপেন করে Divice manager  এ ক্লিক করুন)
    দেখুন ডিভাইস ম্যানাজার উইনডো মধ্যে আপনার কম্পউটারের সংযুক্ত ডিভাইস এর তালিকা ট্রি ভিউ আকারে প্রর্দশিত হচ্ছে।
    ডিভাইস এর নামের পাশে + এ ক্লিক করে এর পুরো নাম দেখতে পারবেন।

এতো গেল দেখা। এবার আসুন দেখি কি করে বুঝবো যে আমাদের কম্পউটারে সংযুক্ত ভিভাইস গুলির কোন গুলাতে ড্রাইভার দেওয়া নাই ।

ডিভাইস ম্যনাজার এর তালিকায় যে নাম প্রদর্শিত হচ্ছে সে নামের (এ ক্ষেত্রে ভিভাইস এর সঠিক নাম দেখাবে না) পাশে যদি প্রশ্ন বোধক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে ঐ ডিভাইস টি কাজ করছে না বা সেটির ড্রাইভার দেওয়া নাই বা যে ড্রাইভার দেওয়া হয়েছে, সেটি উক্ত ডিভাইস এর সাথে ম্যাচ করে নাই ।
আমি কি করে বুঝবো এই  ডিভাইস গুলার কোনটা কি?

এটাই হল একটা গুরুত্বপূর্ণ কাজ, ডিভাইস চিহ্নিত করা। এই কাজটা আপনি বেশ কয়েক ভাবে করতে পারেন।

    আন-নোন ডিভাইস এর নামের ধরন দেখে, সাধারনত এর নামের সাথে এর কাজের ধরনের একটা মিল পাওয়া যায়। যেমন আন-নোন ডিভাইস এর নাম যদি হয় ইথারনেট কন্ট্রোলার , সেটা হবে ল্যান কার্ড।
    মাদারবোর্ড এর বিল্টইন ডিভাসই হলে এর কিছু কমন ভিভাইস আছে, আর এটা নির্ভর করে আপনার মাদার বোর্ড এ কি চিপসেট ব্যবহার করা হয়েছে। যেমন intel 945 চিপসেট হলে এর সাউন্ড কাড কমনলি এ.সি ৯৭ এর হাই ডেফিনেশন চিপস , ভিডিও গ্র্রাফিক্স এডাপ্টার কমনলি ৯৪৫ চিপস সেট এর ব্যবাহার করা হয়। আর আপনার মাদার বোড এ , কি চিপসেট ব্যবহার করা হয়েছে তা বুঝার জন্য, divice manager লিস্ট থেকে system devices  + এ ক্লিক করে স্ক্রীল করে দেখুন কোথায়ও  Ali xxxx  বা  sis xxxx বা via xxxx বা intel xxxx নামের কোন লিস্ট আছে কিনা (xxxx = নম্বার)।
    এই পদ্ধতি তে না বুঝলে কেসিং খুলে দেখে নিন মাদার বোড এর চিপসেট , এটি সাধারনত মাদারবোর্ড এর উপর পিন্ট্র বা স্ট্রীকারের লেবেল হিসাবে থাকে। আর আপনি যদি বিল্ট ইন সাউন্ড বা ভিজিএ ব্যবহার না করে এক্সট্রা ডিভাইস ( এখানে ডিভাইস কে কার্ড নামেই ডাকা হয়) ব্যবহার করেন তাহলে লক্ষ্য করে দেখেন এই ডিভাইসের চিপএর উপর তার একটা নাম এবং নম্বার রয়েছে, এটাই হল ডিভাইসকে চিহ্নিত করার আই ডি।
    এখন আরেকটা প্রশ্ন এখানে এসে যায়, তা হল,  ডেস্কটপের বেলায় হয়তো কেইস ওপেন করে দেখা য়ায়, কিন্তু ল্যাপটপের বেলায় এর উপায় কি? প্রত্যেকটা ডিভাইস এর নিজস্ব একটা আই ডি থাকে , তা হতে জেনে নেওয়া যায়। কাজ টা সহজেই করতে পারবেন UnknownDevices.exe নামক সফটওয়্যার সাহায্যে। এটা ডাউনলোড করার জন্য এই click here লিংকটাই যান আর জটপট ডাউনলোড করে ফেলুন।

এখন প্রশ্ন হল এইসব  ডিভাইস এর ড্রাইভার আমি পাবো কোথায়?
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Re: ডিভাইস ড্রাইভার-১, ২, ৩
« Reply #1 on: January 09, 2012, 09:45:07 PM »
ডিভাইস ড্রাইভার-২

ড্রাইভার সংগ্রহ করার জন্য কয়েকটি ধাপ অবলম্বন করা যেতে পারে।

    ডিভাইস এর সাথে আসা সিডি হতে।
    ডিভাইস এর ম্যানুফেকচার কোম্পনীর ওয়েভ সাইট হতে।
    থার্ড পাটি সফটওয়্যার ব্যবহার করে।
    সিডি হতে: এটা হল সবচেয়ে সহজ এবং নির্ভর যোগ্য একটা মাধ্যম। বতমানে সকল ডিভাইস এর সাথে এর ইন্সটলার সিডি আসে, তাও অটোরান ফিচারযুক্তাবস্থায়। সিডি রমে প্র্রবেশ করানো মাত্রই সেটার ইন্সটলার উনইডো চালু হয়ে যায় এবং কয়েকটা ক্লিক এর মাধ্যমেই ডিভাইস এর ড্রাইভার সেটআপ করা যায়।

অটোরান না থাকলে কিভাবে করা যায়?

এক্ষেত্রে দুটা পদ্ধতিতে কাজটা করে নেওয়া যায়।

    আপনার ডিভাইস এর সিডিটি প্রবেশ করিয়ে মাইকম্পিউটার অপেন করুন , এবার সিডি রম অপেন করে দেখুন উক্ত সিডিতে কি কি ফোল্ডার আছে। উক্ত লিস্টে দেখুন driver নামক কোন ফোল্ডার আছে কিনা ,ভিন্ন নামেও থাকতে পারে, তবে যে নামেই থাকুক না কেন প্র্রত্যেকটা ডিভাইস এর জন্য আলেদা আলেদা নামে ফোল্ডার পাবেন, যেমন সাউন্ড এর জন্য sound , ভিজিএর জন্য SVGA বা VGA বা Graphics নামে ফোল্ডার থাকে। এবার যেটি ড্রাইভার সেটআপ করে চান সেই ফোল্ডার এ প্রবেশ করুন এবং উক্ত ফোল্ডার হতে setup.exe  ফাইলটি অপেন করলেই হল।
    কখনো কখনো আপনার ডিভাইস ড্রাইভার সিডিতে অবস্থিত ফোল্ডারে কোন setup.exe ফাইল নাও থাকতে পারে, এই ক্ষেত্র্রে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। কন্ট্রোল প্যানেল হতে divice manager চালু করুন। যে আননোন ডিভাইস টির ড্রাইভার সেটআপ করতে চান তার উপর ডাবল ক্লিক করে Driver tab এ ক্লিক করে Update Driver বাটনে ক্লিক করুন। এই অবস্থায় আপনি দুটি অপশন পাবেন উক্ত অপশন হতে স্বয়ংক্রিয়ভাবে সিডি হতে ড্রাইভার খুজে নেওয়ার জন্য search automatically for updated driver software এ ক্লিক করুন। আর এই খুজাখুজির কাজটা যদি আপনি নিজে করতে চান তাহলে Browse My computer for driver software ক্লিক করে browse বাটনে ক্লিক করে সিডি রম এ অবস্থিত ড্রাইভার ফোল্ডার টি সিলেক্ট করে দিন। সঠিক ড্রাইভার পেয়ে গেলে কপি প্র্রসেস শুরু হবে এবং আননোন ডিভাইটির নাম প্রদশন করবে।

এক কোম্পানীর জন্য তৈরি কার ড্রাইভার কি অন্য ডিভাইসে ব্যবহার করা যায়?

হ্যা করা যায়। কারন ডিভাইস টি কোন কোম্পানীর তৈরি সেটা মূখ্য বিষয় নয়। সেটিতে কোন চিপস বা চিপস সেট করার হয়েছে সেটাই বিবেচ্য বিষয়। যেমন ধরা যাক আমার কাছে asrock 945 chipset এর মাদার বোর্ড ডিভাইস ড্রাইভার সিডি আছে, আমি চাইলে সেটি MSI945 chipset এর  মাদারবোড এ তা ব্যবহার করতে পারবো। আবার সব ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করে। যেমন Intel D945GCNL এবং Intel D945GCPE এর জন্য একাই ড্রাইভার সিডি কাজ করে , কিন্তু একই মানের Intel D945GCCR এর বেলায় ভিজিএ কাজ করলেও সাউন্ড কাড এর ড্রাইভার টা ভিন্ন (ঐ সিডি দিয়ে কাজ হবে না)।

ম্যানুফেকচার কোম্পনীর ওয়েব সাইট হতে: সিডি পাওয়া না গেলে একমাত্র ভরসাই হল ইন্টানেট।আপনি কোন ডিভাইস এর নাম লিখে Google এর সার্চ করে দেখুন হাজারটা লিংক আপনার সামনে এসে হাজির হয়ে যাবে।

Google এর vinyl ac97 sound card driver লিখে সার্চ দিন, মাথা ঘুরে যাবে এতো সব লিংক দেখে।
এই লিংক গুলো হতে সঠিক ড্রাইভার খুজে বের করার মানে  সময় এর অপচয়।তাছাড়া কিছু সাইট আছে আপনাকে হাইকোর্ট দেখাতে পারে, মানে রেজি: কর, টাকা পয়সা ডোনেট কর, বা আমাদের ওমুক ইউটিলিটি সফটওয়্যার টা ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি।  তাহলে উপায় কি?
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Re: ডিভাইস ড্রাইভার-১, ২, ৩
« Reply #2 on: January 09, 2012, 09:46:49 PM »
ডিভাইস ড্রাইভার-৩ ( সমাপ্ত )

ভিস্তা

ভিস্তার জন্য উপায় হল কন্ট্রোল প্যানেল এর problem Reports and solutions ইউটিলিটি ব্যবহার করা, কিন্তু এটিও সব সময় ভাল রেজাল্ট দেয় না।
খুব সহজ হল ডিভাইস নির্মাতা কোম্পানী বা ডিভাইস এর ব্যবহৃত চিপসেট কোম্পানীর সাইটে প্রবেশ করুন। সাধারনত এদের সাইট এর ঠিকানা গুলি পন্যের নাম বা চিপসেট অনুসারে হয়ে থাকে।

উদা: পন্যের নামানুসারে ইন্টেল এর সাইট ঠিকানা হল www.intel.com , Hp এর  www.hp.com  ।

আবার চিপসেট অনুয়ায়ী via chipset এর হল http://www.via.com.tw
এক্ষেত্র্রে google  এর সাচ অপশন ব্যবহার করতে পারেন এই ভাবে: টাইপ করুন, Intel chipset সার্চ বাটনে ক্লিক করুন।
কোন কোন সাইট এর ঠিকানা পন্যের নামের সাথে মিল রেখে নাও থাকতে পারে। যেমন: mercury এর সাইট হল www.kobian.com
আমি নিজে এইসব কোম্পনীর তালিকা বানানোর একটা দু:সাহস করে ছিলাম, আমার এই প্রচেস্টা কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লিংক http://www.techpartner.we.bs/support.html
আসুন ড্রাইভার ডাউনলোড করি:

প্রত্যেকটা সাইট এই তাদের সাপোট নামে একটা লিংক থাকে। আপনি সাপোর্ট লিংককে ক্লিক করুন। এখানে কিছু কথা না বলেই নয়। সাপোর্ট পেইজ এর জন্য রিজনও একটা লক্ষ্যনীয় বিষয়। আপনি হয়তো আপনার ডিভাইস টা গালফ রিজন থেকে ক্রয় করেছেন, এখন এটার জন্য আপনি যদি এশিয়া রিজনে গিয়ে ড্রাইভার সফটওয়্যার খুজার চেস্টা করেন সেটা হবে পন্ড শ্রম। এখনকার সব সাইট এ এই রিজন সিলেক্ট করার ব্যবস্থা থাকে। যেমন: ডিলিংক এর DEF 520TX এর  ল্যান ড্রাইভার Global রিজনে খুজলে কিচুই পাওয়া যাবে না। আবার একই জিনিস Asia রিজনে খুজলে সহজেই পাওয়া যাবে।
একটা উদারন দেই:

ধরে নিন তোশিবা এর ল্যাপটপের জন্য আমরা তাদের সাইট হতে ড্রাইভার ডাউনলোড করবো। এক্ষেত্রে ল্যাপটপের মডেল এবং নামটা নিন। যেমন : satellite A210 www.toshiba.com  টাইপ করে সাইটে প্রবেশ করুন

    পেইজের বাম পাশে উপরের কোনা হতে Toshiba Global Sites  এর ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন এবং Middle East সিলেক্ট করুন। কারন আমি যে মডেলটির ড্রাইভার চাচ্ছি তা মিডল ইস্ট রিজন এর জন্য তৈরি করা।
    এবার products এর তালিকা হতে computer systems এ ক্লিক করুন।
    এবার support and Downloads মাউস রাখুন এবং Support homepage এ ক্লিক করুন।
    এবার দেখুন support and downloads center এ দেখুন শুধু download নামে অনেকগুলি লিংক আছে। এই লিংক লিস্ট হতে downloads driver এ ক্লিক করতে হবে।

এখন যে পেইজ প্রদর্শিত হবে উক্ত পেইজ হতে

    Product type এর ড্রপ ডাউন বাটন হতে Notebook সিলেক্ট করুন।
    Family  এর ড্রপ ডাউন বাটন হতে satellite সিলেক্ট করুন।
    Product series এর ড্রপ ডাউন বাটন হতে Satellite A series সিলেক্ট করুন।
    Model এর ড্রপ ডাউন বাটন হতে A210 সিলেক্ট করুন।
    একটু অপেক্ষা করুন।
    Short Model No হতে PSAFGE নিধারন করুন , এটা আপনার মডেল ভেদে তিন রকম হতে পারে। সাধারনত ল্যাপটপ বডির উল্টা দিকে লেখা থাকে। আর না পেলে ডিফল্ট all ই রাখুন।
    Operating System এর ড্রপ ডাউন বাটন হতে আপনার প্রয়োজনুসারে এক্স পি বা ভিস্তা সিলেক্ট করুন।
    Driver Type হতে যদি বিশেষ একটি ডিভাইস এর জন্য ড্রাইভার ডাউনলোড করতে চান তাহলে তা সিলেক্ট করুন অন্যথায় ALL রেখেই search এ ক্লিক করুন।

এবার সবগুলি ভিভাইস এর ড্রাইভার এর লিস্ট প্রর্দশিত হবে। এখন এখান থেকে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিন।
থার্ড পাটি সফটওয়্যার:

থার্ড পাটি সফটওয়্যার আমরা মূলত ব্যবহার করবো ড্রাইভারের ব্যাকআপ বা ব্যাকআপ ড্রাইভার হতে রিস্টোর বা একই ধরনের ভিভাইসের ড্রাইভার অন্য কম্পিউটারে সেটআপ করার জন্য। এই কাজের জন্য Driver Genius Professional Edition  বা  এই জাতীয় অন্যকোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। http://www.driver-soft.com/download.html এই লিংক হতে ডাউন লোড করে নিন।
আসুন শুরু করি:

    Driver Genius সেট আপ শেষ হলে রান করুন।
    রেজিস্টেশন এর কাজটা সেরে নিন । তানা হলে Evaluate কপি দিয়ে সব কাজ করা সম্ভব হবে না।
    রেজিস্টেশন শেষ হল পুনরায় রান করুন।
    আপডেট করার জন্য yes না করতে চাইলে No করুন।
    এবার Select the driver you want to backup এর লিস্ট হতে যদি আপনি আপনার সকল ড্রাইভার গুলো ব্যাকআপ করতে চান, তাহলে Windows Orginal Drivers এ টিক মার্কস দিন , অন্যথায় যে সকল ড্রাইভার আপনি এক্সট্রা সেটআপ করেছেন বা সেট করতে হয়, শুধু সেগুলোরই ব্যাকআপ করতে চান তাহলে Current Used Drivers এ টিক মার্কস দিন।

আমার সাজেশন হল এটাতেই টিক মার্কস দেওয়া, কারন windows এর অরজিনাল ড্রাইভার , windows সেটআপ করার সময় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। Next এ ক্লিক করুন। selest the backup type চারটি অপশন রয়েছে।

    ১। default—- এটি সিলক্টে করলে প্রতিটি ডিভাইস এর জন্য একটা করে ফোল্ডারে তার ড্রাইভার জমা করবে, যা হতে আমরা অন্য কোন কম্পিউটারেও এটা ব্যবহার করতে পারবো।
    ২। Zip Archive—- সব গুলি ডিভাইস এর ড্রাইভারকে একত্রে জিপ করে রাখবে, পরবর্তীতে প্রয়োজনে আন জিপ করে আমার ব্যবহার করতে পারবো।
    ৩। Self-extracting Archive —– এটার কাজ ২নং এর মতোই, তবে এটা স্বয়ক্রিয়ভাবে আনজিপ বৈশিষ্ট সম্পন্ন।
    ৪। Auto-installer Archive —– সব ডিভাইস এর ড্রাইভারকে নিয়ে একাটি EXE ফাইল তৈরি করবে, এবং সরাসরি এটি হতে রান হয়ে ডিভাইস এর ড্রাইভারহুলো রিস্টোর হবে।

আপনার প্রয়োজনুসারে একটি অপশন সিলেক্ট করে , কোথায় তা স্টোর হবে browse করে দেখিয়ে দেন এবং save বাটনে ক্লিক করে next বাটনে ক্লিক করুন। finish বাটনে ক্লিক করুন।
আর সবশেষে আছে ২৫০০০ ড্রাইভারের বিশাল কালেকশন। ডাউনলোড করে নিন।

25000 Windows Drivers For XP 2008

    http://rapidshare.com/files/95623727/Dr … .part1.rar
    http://rapidshare.com/files/95616890/Dr … .part2.rar

File-Size: 2 x 94,18 MB

( শেষ…… )
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection