Author Topic: Samsung Galaxy SII *Caution + Tips  (Read 2403 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Samsung Galaxy SII *Caution + Tips
« on: January 19, 2012, 07:15:03 AM »
Galaxy S এ এই লক খোলার একটা উপায় পেলাম যেটা SII তে কাজে আসলো না। তারপর নিজেই একটা উপায় বের করলাম, কাজ ও হল। কিন্তু সেটা শেখানো যাবেনা তাহলে চোররা আমার প্রতি সারা জীবন ক্রতজ্ঞ থাকবেন। তবে কারো একি বিপদ হলে, চোরাই সেট না হলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব।

সতর্কতাঃ

আর যারা আমার মত বিপদে পড়তে চান না তার কখনোই 2-step verification চালু করা এবং auto generated password   দিয়ে মোবাইল কানেক্ট করবেন না। সবসময় যে password use করেন সেটাই ব্যাবহার করবেন। এটা সকল android based smart phone এর ক্ষেত্রে প্রযোজ্য।

টিপসঃ

১। Hard reset, factory reset দেয়ার জন্য এই লিঙ্কটা দেখতে পারেন।

http://www.hard-reset.com/samsung-i9100-galaxy-s2-hard-reset.html

২। Kies software যারা use করেন, যদি USB connect করতে problem হয় তাহলে এভাবে চেষ্টা করে দেখেনঃ

i। unplug the USB cable

ii। Go to Settings>Applications>Development USB debugging

টিক দেয়া থকলে উঠিয়ে দিন। আর না দেয়া থাকলে দিয়ে দিন।

iii। Reconnect to PC via USB

** Kies এর বিকল্প হিসেবে MyPhoneExplorer ব্যাবহার করতে পারেন। আমি ব্যাবহার করি। Download Link:

http://www.fjsoft.at/en/downloads.php

৩।    *#0*#  চেপে Testing Mode এ যেয়ে নিচের জিনিস গুলো test করতে পারেন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection