Author Topic: Mozilla Firefox for some great tips and shortcuts  (Read 1648 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Mozilla Firefox for some great tips and shortcuts
« on: February 16, 2012, 08:03:38 AM »
ফায়ারফক্স হল আমাদের সবচেয়ে প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স সবথেকে ভাল। কারণ মজিলা ফায়ারফক্সে অন্যান্য ব্রাউজারের তুলনায় অধিক পরিমানে এডঅন্স ও এক্সটেনশন ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন কারনে অন্যান্য ব্রাউজারের তুলনায় মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা এত তুঙ্গে।

নিচে ফায়ারফক্সের টিপস ও শর্টকাটগুলো দিলাম-
১। স্ক্রিনে অনেক জায়গা রাখতে চাইলে- View>Toolbar>Customize> এবার ক্লিক করুন Use small icons এ। দেখুন আপনার স্ক্রিনে অনেক জায়গা বেড়ে গেছে।
২। কিছু কী-বোর্ড শর্টকাট:
পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন।
পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন।
ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে- Ctrl + F প্রেস করুন।
পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন।
কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন।
নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন।
সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে- Ctrl + K প্রেস করুন।
সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে Ctrl + L প্রেস করুন।
লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন।
লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন।
ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন।
রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন।
হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন।

সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন tech-infobd একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন।
Shift + Enter- .Net এর জন্য।
Ctrl + Enter- .Com এর জন্য।
Ctrl + Shift + Enter- .Org এর জন্য।
আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-
Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে।
Ctrl + Shft + Tab- পেছনের ট্যাব এ আসতে।
Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে ৯নং ট্যাবে যাওয়ার জন্য।
যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection