News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

ওয়্যারলেস নেটওয়ার্কের মান উন্নয়নের ১০টি ö

Started by bbasujon, October 08, 2012, 09:16:53 AM

Previous topic - Next topic

bbasujon

১. ওয়্যারলেস রাউটার (বা ওয়্যারলেস একসেস পয়েন্ট) কে কেন্দ্র রাখা

ওয়্যারলেস রাউটারকে আপনার নেটওয়ার্কের কেন্দ্রে রাখুন। রাউটার দেয়ালের অপর পাসে হলে ভিন্ন পদ্ধতি অনুসণ করুন।

২. দেয়াল বা ধাতব অবজেক্টের আড়াল থেকে রাউটার সরিয়ে ফেলা

দেয়াল বা ধাতব অবজেক্ট (যেমন-ফাইল কেবিনেট ইত্যাদি)'র আরাল থেকে রাউটার সরিয়ে রাখুন

৩. রাউটারের এন্টেনা পরিবর্তন করে নেয়া

omni-directional এন্টেনা সব দিকে সমান ভাবে সিগনাল প্রেরণ করে আর Hi-gain এন্টেনা নির্দিস্ট দিকে সিগনাল প্রেরণ করে।আপনি যদি দেয়ালের অপর পাসের কম্পিউটারের সাথে নেটওয়ার্ক করে থাকেন তাহলে এবং omni-directional এন্টেনা ব্যবহার করেন তাহলে অর্ধেক সিগনালই অপচয় হবে। সে ক্ষেত্রে Hi-gain এন্টেরা ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে।

৪. ওয়্যারলেস নেটওয়ার্ক এডাপটার পরিবর্তন করা

অনেক ক্ষেত্রে দেখা যায় - রাউটার খুব ভালভাবে তথ্য প্রেরণ করলেও নেটওয়ার্ক এডাপটার দূর্বল সিগনাল প্রেরণ করে। তাই ল্যাপটপে USB Hi gain wireless network adapter ব্যবহার করে দেখতে পারন।

৫. ওয়্যারলেস রিপিটার সংযোজনক

তারহীন রিপিটার খুব সহজেই নেটওয়ার্কের র‍েঞ্জ বৃদ্ধি করে।রাউটার আর কম্পিউটারের মাঝামাঝি রিপিটার সংযোজন করলেই চলে। Viewsonic,D-link,Linksys এবং Buffalo 'র ভাল ভাল রিপিটার পাওয়া যায়।

৬. ওয়্যারলেস চ্যানেল পরিবর্তন করা

একই ফ্রিকোয়েন্সিতে বাংলাদেশ ও ভারতের রেডিও চ্যানেল থাকলে কাছাকাছি স্টেশনের অনুষ্ঠান শোনা যায়। তেমনি একই চ্যানেল এ কয়েকটি ওয়্যারলেস নেটওয়ার্ক থাকলে তাও কনফ্লিক্ট করতে পারে। তাই চ্যানেল পরিবর্তনের মাধ্যমে নেটওয়ার্কের মান উন্য়ন করা যেতে পারে।

৭. অন্যান্য ওয়্যারলেস ডিভাইজের ইন্টারেকশন

কর্ডলেস ফোন এর নয়েজের কারনেও নেটওয়ার্ক ফল করতে পারে। তাই 2.4GHz ফ্রিকোয়েন্সীন কর্ডলেস ফোন ব্যবহার করা যাবে না।

৮. ড্রাইভার আপডেট ও ডিভাইজ আপগ্রট করা

নিমাতা প্রতিষ্ঠানগুলো সবসময়ই ড্রাইভার আপডেট করছে। উন্নত করছে তাদের ডিভাইজ । তাই নতুন পন্য ও সর্বশেষ ভার্নের ড্রাইভারই সেরা।
আপগ্রেট করা পদ্ধতি

উইনডোজ ৭ এ
Start-->All Program-->Windows Update-->Check for Update
উইনডোজ এক্স পি
Microsoft এর সাইটে গিয়ে আপডেট করে নিন।

৯. একই ভেন্ডর থেকে ইকুইপমেন্ট কেনা

একই নিমার্তা প্রতিস্ঠান থেকে সকল নেটওয়ার্ক পণ্য কিনলে খাল কাজ করে।

১০. ৮০২.১১বি থেকে ৮০২.১১জি এ আপগ্রেড

৮০২.১১জি সাধারনত ৮০২.১১বি এর পাচ গুন দ্রুত কাজ করে। নতুন পন্য কিনলে অবশ্যই ৮০২.১১জি পছন্দ করুন।


source]http://www.microsoft.com/athome/setup/wirelesstips.aspx#fbid=vaGV3JncPy5]source
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection