News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

Speed per hour upto 4228 Km-গতিবেগ ঘণ্টায় ৪২২৮ কিলোমিটার

Started by bbasujon, May 16, 2013, 11:52:36 AM

Previous topic - Next topic

bbasujon

শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতির (হাইপারসনিক) একটি উড়োজাহাজ ঘণ্টায় চার হাজার ২২৮ কিলোমিটার গতিবেগে উড়েছে। এক্স-ফিফটিওয়ানএ ওয়েভরাইডার নামের ওই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূল থেকে পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে মার্কিন বিমানবাহিনী। গবেষকদের আশা, এই উড়োজাহাজে চড়ে হয়তো কয়েক মিনিটেই বিশ্ব পরিভ্রমণ সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের রাইট-প্যাটারসন বিমানঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তা চার্লি ব্রিংক বলেন, ওয়েভরাইডারের এবারের অভিযান পুরোপুরি সার্থক হয়েছে। ক্ষেপণাস্ত্র আকৃতির ওয়েভরাইডার প্রশান্ত মহাসাগরের ৫০ হাজার ফুট উঁচুতে একটি বি-ফিফটিটু বোমারু বিমান থেকে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে এটি একটি রকেটের সাহায্য নেয়। মানুষবিহীন উড়োজাহাজটি অভিযান শেষে পরিকল্পিতভাবেই সাগরে নিমজ্জিত হয়। এপি।
Prothom Alo
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection